একদিন অতলান্তিকের পাড়ে

গভীর অতলান্তিক, মন্টাক, নিউইয়র্ক

শূন্যে সমুদ্রপাখির দৃষ্টিনন্দন চক্কর আর স্বতন্ত্র কাকলি

অফুরান জলের বিস্তারে একবিন্দু ছায়া তার, ঢেউয়ে দোলে

ভাসন্ত মাছের ঝাঁকে সে তাকায় তীক্ষ্ন চোখে

নিরিখ নির্ণয় হলে নেমে আসে দ্রুত জলের ঘনিষ্ঠ কাছে

মাছের মিছিলে তখন হুড়মুড় পালানোর হল্লা

অকস্মাৎ জলবুকে শুভ্র খই ফোটার উৎসব।

ছোঁ ও চঞ্চুপুটে মাছ গেঁথে পাখি ওড়ে, নান্দনিক বটে

বিদ্ধ সে মাছ তড়পায় নিরুদ্ধার যন্ত্রণায়!

মুক্ত সমুদ্রপ্রান্তরে

জীবন, জীবন গাঁথে এভাবেই প্রাকৃতদ্বান্দ্বিক

মানুষের চোখ শুধু প্রকৃতি ছাপিয়ে যায়, অন্য অন্বেষায়!

Published :