সফিউদ্দিন আহমেদ চল্লিশের দশক থেকেই ভারতখ্যাত। তিনি আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। আচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী। এ দেশের ছাপাই ছবির তিনিই 888sport live chatগুরু। ছাপাই ছবির প্রসার ও অগ্রগতির ক্ষেত্রে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। পঞ্চাশের দশকে লন্ডনে চিত্রচর্চা ও শিক্ষা গ্রহণ তাঁর সৃষ্টির ভুবনকে নতুন মাত্রা দান করেছিল। তিনি তেল রঙেও সিদ্ধহস্ত। তেল রঙের কাজেও তাঁর আলাদা চিত্রভাষা স্বতন্ত্র অনুভবের মর্যাদায় প্রতিষ্ঠিত। ড্রইং ও ছাপাই ছবির সকল মাধ্যমে তাঁর সৃষ্টি ও শক্তিমত্তা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। যে-কোনো কাজেই তাঁর পরিশীলিত মন ও আবেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। নিত্যদিন কাজ করেন। তিনি এখনো সক্রিয় ও সৃষ্টিশীল।
একাত্তরের 888sport sign up bonus’ এই শিরোনামে বেশ কয়েকটি কপার এনগ্রেভিং করেছেন তিনি। প্রচ্ছদের চিত্রটি এই সিরিজেরই একটি। প্রচ্ছদের চিত্রটিতে চোখের অভিব্যক্তি গভীরতাসঞ্চারী। যুদ্ধদিনের অসহায়তাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এই চিত্রকরের জন্ম ২৩ জুন, ১৯২২।


Leave a Reply
You must be logged in to post a comment.