এক দার্শনিকের মুখোমুখি

রেজাউদ্দিন স্টালিন

‘নিজেকে জানো’

বলতে-বলতে ঘেন্না ধরে গেছে,

এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

 

আত্মা কী, ঈশ্বর কোথায়?

ভাবতে-ভাবতে উই ধরেছে জঙ্ঘায়।

পৃথিবী কবে থেকে সূর্যের চারদিকে

ঘুরতে শুরু করলো তা স্রষ্টা ছাড়া কেউ জানে না।

তপোবনে এইসব 888sport apkীকে ধুলোয়

মিশিয়ে দিতে পারতেন ঋত্বিক বিশ্বামিত্র,

কিন্তু তিনি ব্যস্ত ব্রাহ্মণ হতে।

 

দেখুন – একই নদীতে কেউ দুবার স্নান করে না

হেরাক্লিটাসের এই নদী কোথাও আছে?

আর প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া এ-কথা

পাগলেও মানবে না,

এখন পৃথিবী প্রতিক্রিয়াহীন – স্তব্ধ।

শুধু সেই আপেল বৃক্ষ মাধ্যাকর্ষণে

যার ডালপালা থেকে ছড়িয়ে পড়ছে স্ফুলিঙ্গ।

বরং একটা আনন্দদায়ক 888sport sign up bonus – যা আপনি জানতে চান

প্লেটো কবিদের তাড়িয়ে দিচ্ছিলেন আদর্শ থেকে

তার সাহায্যে জড়ো হয়েছিলো ধর্মাবতারগণ

তাদের সাথে আমিও ছিলাম, এখনো আছি