শিহাব শাহরিয়ার
এলেংজানি নদী
বালুমুখে তুমি শুয়ে থাকো এইখানে এভাবেই
শুয়ে থাকো শীতলপাটির শীতল-স্বরে অনুভবে
তোমার পাশে জেগে আছে হিঙ্গানগর, মুর্তাবাগান
সম্পাদক শামসুল হক তোরণের উদীপ্ত আয়োজন
দ্বিতীয় দিনেও সন্ধ্যা নামে
প্রথম অন্ধকারে জোনাকির মতো খুঁজি
কুপিবাতি ধূপের ধোঁয়া পিসির হাসি অন্ধ উঠোনের কোনা
রাতের পথে যারা ধূলির নিশানা খোঁজে
আমরা তাদের মতোই ধলেশ্বরীর বালুচর, গোধূলির ঘ্রাণ
কালিহাতির মাঠ
যদি ছুঁয়ে দেয় সূর্যাস্তের শরীর
আমি তবে চুমু দেবো পোড়াবাড়ির চমচমে
888sport sign up bonusময় বিকেল যদি গোত্র-দ্বন্দ্বে হারায়
আমরা ঠিক ঠিক বেরিয়ে যাবো নদী-888sport promo code-নিদ্রা-নীলিমায়
এলেংজানি নদী
বালুমুখে তুমি শুয়ে থাকো এইখানে এভাবেই
শুয়ে থাকো শীতলপাটির শীতল-স্বরে অনুভবে

Leave a Reply
You must be logged in to post a comment.