এসব গোপাল ঠাকুর

মাইকের নাগাল পেলেই খুব ভালো কথা বলে এই যে

যখন-তখন যেখানে-সেখানে রকমারি সব লোক এ, ও, সে

তারা কেমন আসলে, খুব ভালো লোক নাকি সব

ছদ্মবেশী চেলা সব নষ্টভ্রষ্ট সব পিশাচের, শয়তানের

প্রকাশ্যে ঘটছে তাদের মুহূর্তে মুহূর্তে রঙচঙে বিচিত্র উদ্ভব

সুযোগটা নিচ্ছে তারা অসাবধানী শ্রোতাদের-দর্শকদের

একটি দুটি এমন সহজ-সরল ছোটখাটো প্রশ্নে ক্ষতবিক্ষত

মন নিয়ে কেবলি হতাশাগ্রস্ত দেশবাসী প্রত্যহ দারুণ আহত

হয়ে মনে, শয্যা নিচ্ছে রোজ, শেষটা তাদের শরীর জুড়ে

দ্যাখা যায় কতোকিছু ক্ষয়ক্ষতি, ওপরে হাওয়া থেকে আসে উড়ে

রকমারি জরা, অপমৃত্যু, অনায়াসে দখল বসায় মানুষের দেহে

অবস্থা এমনি নাকি করছেন বক্তৃতা বিবৃতিঅলা তাদের অঢেল স্নেহে

মাইকঅলাদের ব্যবসা জমেছে সেও এক প্রকারের উন্নতি হচ্ছে

বাক্যনবাবেরও ক্ষতি হচ্ছে না বরং আয় ও সুখ্যাতি কিছুটা বাড়ছে।

অতএব এ, ও, সে আপ্তবাক্যাবলী যখন তখন বলুক

এসব গোপাল ঠাকুর লোকের চেনা

একমাত্র এ সময়ে তাদেরি হয় না কোনো ধারদেনা

এসব গোপাল ঠাকুর তুলে নিক অনেক সুস্বাদু শালুক

মাইকঅলার ব্যাবসা হচ্ছে জোর আরো জোরেশোরে হোক

শুনে শুনে জরা, অপমৃত্যুর গুঁতোয় লোক মরুক, ধরুক শোক

উঁচু-নিচু নানা সুরের প্রলাপ বিলাপ মার্কা ছোটবড়ো গানে

এ সময়ে জীবন-মৃত্যু একে, ওকে, তাকে ভালো করে জানে।