এসো হে বৈশাখ এসো এসো
চৈত্রের দাবানল ঝেঁটিয়ে স্বাধীনতার পতাকা উড়িয়ে
গাঁয়ের ছেলের পাতার বাঁশি বাজিয়ে
এসো তুমি বাংলার মাঠে ঘাটে প্রান্তরে স্বপ্ন ছড়িয়ে
দাও চূর্ণ করে, দাও ছিন্নভিন্ন করে
মনুষ্যত্বহীনতার বিকার
888sport appsের মাটিতে কেবলই হোক
আবাদ মানবিকতার
ফুল পাখি নক্শিকাঁথায়
বন-জঙ্গলের কাব্যগাথায়
বৈশাখের দুরন্ত সাহসের হোক জয়ধ্বনি
মুছে যাক হাজারো না-পাওয়ার গ্লানি
নতুন বছরের আগমনী পদধ্বনি
বৈশাখ মাসের উজ্জ্বল ডানায়
সতেজ রোদের ঘ্রাণ জারুল পাতায়
প্রাণে প্রাণে আনন্দ জাগায়
রঙিন আভরণে মন মাতায়
মানুষের কল্যাণ বারতায়
হৃদয় উঠুক রণী
এসো হে বৈশাখ এসো এসো
দূষণমুক্ত বায়ু তাড়িয়ে
জয়ের মাল্য দেবো সাধ পুরিয়ে
আণবিক আঁধার দূরে সরিয়ে
তুমি এসো আপন ঐশ্বর্য-বিভায়
সকল আদিবাসী-বাঙালির ঘরে ঘরে
জ্বালাও দ্যুতিময় প্রদীপ শান্তির আশায়
মুুক্তির অন্বেষণে মানুষের আলিঙ্গনে।

Leave a Reply
You must be logged in to post a comment.