ওহে মঙ্গলময়

ওহে মঙ্গলময় –

মঙ্গল করো অমঙ্গল নাশি,

বিশ্ব জগৎময়।

আছে যত দুঃখ জরা,

ক্লেশ কলুষিত আশ।

করুণাসাগরে ভাসায়ে সবারে,

পাপ-তাপ করো নাশ।

আঁধার মোচন করো গো প্রভু,

দেখাও আলোর দিশা।

সৎপথে চলার সৎকথা বলার,

জাগাও মনে তৃষা।

নাহি হিংসা ক্রোধ শুধু মমত্ববোধ,

বিরাজে সবার মনে।

হানাহানি আর বিদ্বেষ প্রভু,

দূর করো জনে জনে।

জীবে প্রেম আনো দাও গো শান্তি,

ত্রিভুবনে করো দয়া।

করুণা তোমার বর্ষিত করো,

দাও গো স্নেহচ্ছায়া।

দুঃখীর দুঃখ ঘোচাও প্রভু,

দূর করো কুটিলতা।

অসুরের মাঝে সুর সঞ্চারো,

জাগাও ব্যাকুলতা।

ধরণীবক্ষে তব অলক্ষে,

কিছুই ঘটে না কভু।

এই তত্ত্ব আজন্ম সত্য, দৃঢ় করো তারে প্রভু ॥