ও বালিকা

চঞ্চল শাহরিয়ার

 

এনার্জি পিরিয়ডে ফোন দিও

দুমদাম কথা হবে।

কিশোরীরা হইচই করে শপিং সেন্টারের

চলন্ত সিঁড়িতে পা রাখবে।

ঠোঁটে লিপস্টিক মুছে দারুণ চুষবে

ঈগলু আইসক্রিম।

সমুদ্রে বেড়াতে যাবার সময়

খালি থাকবে অনেকগুলো

সিএনজি অটোরিকশা।

 

এনার্জি পিরিয়ডে ফোন দিলে

শুকিয়ে যাওয়া রজনীগন্ধা

নববর্ষের ভোরবেলাটুকু

মনে করিয়ে দেবে আবার।

 

হারিয়ে যাওয়া 888sport app download apkর কথা

তড়তড়িয়ে মনে পড়বে আর

‘খুব গরম লাগছে’

কথাটা বলতে বলতে সামনে এসে

দাঁড়াবে তোমার প্রিয় বান্ধবী।

যার কাছে জমা রয়েছে তোমার

রাজকুমারের নতুন কৌতূহলের গল্প।

 

এনার্জি পিরিয়ডে ফোন দিও

এনার্জি পিরিয়ডে ফোন দিলে

আকাশ ভেঙে নামবে বৃষ্টি।

টিভি সিরিয়াল দেখতে আবার

মন বসবে ভর দুপুরবেলা।