কথা হবে

শঙ্খ ঘোষ

‘আরো একবার ঠিকই কলকাতায় যাব, কথা হবে।’
দূর-দূরান্তর থেকে সাগর পেরিয়ে ভেসে আসে
শমনশয়ান থেকে যাপনের দিকে ভেসে আসে
সেই একই স্বচ্ছ আর মর্মছোঁয়া স্বর
মুহূর্তে যে স্বর
উষ্ণতায় করতল স্পর্শ হয়ে যায়।
গুঞ্জন, গুঞ্জন শুনি : কথা হবে, কথা হবে
আরো কিছু কিছু স্বপ্নকথা হবে কোনোদিন পাশাপাশি।
‘কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?’
তোমার সৃষ্টিরই মতো আজ মনে পড়ে
তোমারও অপেক্ষা ছিল দেখবে কখনো
মানুষ মানুষ বলে মানুষের কাছে এসে যায়
কলকাতা-888sport appয়
নিত্য সেতুপথ বেয়ে এপার-ওপার
এক নূরলদীন গেলে হাজার হাজার নূরলদীন
জেগে ওঠে এ-মাটিতে, কথা হয়, কথা
তোমার আনন্দ শুধু ভাষার আনন্দে ভেসে ওঠা
নূরলদীনের গলা হয় ফের হয়
সাগরের ঢেউ ভেঙে তোমার আনন্দ শুধু জীবন-আনন্দে জেগে ওঠা
সারা জীবনের নূরলদীন।