১. পান্হপাদপ হতে চেয়েছি –
ক্লান্ত বাউলের ছদ্মবেশে যদি আসো তুমি,
একতারা থেকে হয়তো সুর ঝরবে না,
হয়তো কোনো না-শোনা গান কখনো শোনা হবে না,
হয়তো আমাকে চিনতেই পারবে না,
ফিরে যাবে – ফিরেও তাকাবে না;
তবু যদি আসতে।
২. ধুলোভরা পথ হতে চেয়েছি –
তোমার দুপায়ে জড়িয়ে থাকবো
যত দূর হেঁটে যাবে তুমি
তত দূর পথ হয়ে থেকে যাবো আমি,
গোধূলিতে ধুলো উড়িয়ে যখন ঘরে ফিরবে
আমি সেই উড়ন্ত ধুলোয় মিশে থাকবো অসম্ভব আন্তরিকতায়,
হয়তো এ পথে এলেই না তুমি,
হয়তো কখনো তোমার আর ঘরে ফেরাই হলো না।
৩. যদি নদী হই
তীর ঘেঁষে তুমি একটি হিজল গাছ,
তোমার শরীর থেকে ঝরে পড়বে পাতা
আমার কল্লোলিত শরীরে,
এক অবি888sport app download for androidীয় শিহরণে তোমাকে পাবো –
অথচ দেখ, নদীতীরে কোনো হিজল গাছই নেই।

Leave a Reply
You must be logged in to post a comment.