শ্যামল চন্দ্র নাথ
আবুল হোসেন শুধু 888sport appsের কবিদের মধ্যে নন, দু-বাংলার কবিদের মধ্যে বায়োজ্যেষ্ঠ। আবুল হোসেন চল্লিশের দশকের অন্যতম কবি। তিনিই প্রথম আধুনিক 888sport app download apk লেখেন ওই সময়ে। প্রায় ৯০ বছর সময় অতিক্রান্ত করে দিলেন। বাংলা 888sport app download apkকে নিয়ে এসেছেন এক বিশেষ আধুনিকতায়। নববসন্তের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু।
888sport app download apkকে তিনি মানুষের জীবনের বসন্ত বলে আখ্যায়িত করেন। কারণ কবির কাছ থেকে বসন্ত কোনোদিনই চলে যাবে না। একটি 888sport app download apkর সঙ্গে অন্য 888sport app download apkর মিল না থাকাই ভালো। যা লিখতে হবে তা যেন আলাদা হয়, মানে অন্যদের চেয়ে। না হলে কবি হওয়া যাবে না। তিনি বহুবার বলেছেন, ‘একটি 888sport app download apk আমি বহুবার লিখি, বহুদিন ধরে লিখি। এক একটি শব্দ, এক একটি চরণ আমি মনের মধ্যে বহুবার ভাবি, আওড়াই। 888sport live footballকর্মকে 888sport app সামাজিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে তুলনীয় হলে চলবে না। 888sport live footballের উন্নতির জন্য 888sport live footballকে ভালোবাসতে হবে। ভালো লেখক হতে হলে অবশ্যই লেখাকেই পেশা হিসেবে বেছে নিতে হবে। কেবল নেশাতে চলবে না। লেখার ব্যাপারে নির্মম হতে হবে, কোনো শিথিলতা চলবে না। নিজের কথা নিজের মতো করে বলতে হবে। পুনরাবৃত্তি চলবে না।’ এই ছিল আবুল হোসেনের আরাধ্য এবং বক্তব্য। এখনো অতৃপ্তি রয়ে গেছে লেখা নিয়ে যে, এর চেয়ে ভালো লেখা যেত না! কিংবা এর চেয়ে ভালো লেখা যায় না।
প্রায় এক বছর হলো তাঁর সঙ্গে আমি নিয়মিত দেখা করি। জানতে চাই বাংলা 888sport live footballের নানা ঘটনা এবং তাঁর সম্পর্কে। কিছুদিন আগে জানতে চেয়েছি কবি বুদ্ধদেব বসু সম্পর্কে । কবি আবুল হোসেন বলেন, ‘তিনিই বাংলা888sport live footballে প্রথম আধুনিক 888sport app download apk লেখেন। আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। অসাধারণ এবং ভালো কবি। আমাদের সবাইকে তিনি আধুনিক 888sport app download apk লেখার জন্য বলেন। এক কথায় তিনি আমাদের পথ দেখান।’ তিনি বাংলা এবং ইংরেজি Ñ দুই 888sport live football-সম্পর্কে ব্যাপক জানতেন। জানার পরিধি, লেখার বিস্তৃতি, ধরন ছিল সম্পূর্ণ আলাদা। পদ্য যেমন লিখতেন, গদ্যেও ছিলেন অনন্য। তাঁর 888sport app download apkয় নানা আঙ্গিক, রুচি, রসবোধ এবং প্রাজ্ঞতা ছিল, যা নিয়ে কবি আবুল হোসেনও ভেবেছেন। তবে কেউই রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত ছিলেন না। তবু ত্রিশের দশকের কবিরা 888sport app download apkয় অনেকটা নতুন পথ ধরেছিলেন। কিন্তু আমাদের 888sport app download apkকে বিশ্বমানে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। ভালো লেখার জন্য ভালো রুচি দরকার। রুচিবোধ ছাড়া অনেক কিছুই অসম্ভব। কিন্তু 888sport app download apkর মান পড়ে গেলে পাঠক888sport free bet কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই।
আবুল হোসেন প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৩৯ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় ‘সৈনিক’ নামে 888sport app download apkর মধ্যে দিয়ে। পরে ওই 888sport app download apkটির নামও বদলে দেন কবি। ওই 888sport app download apkর নাম দেন ‘ঘোড়সওয়ার’; 888sport app download apkটি একাধিকবার পুনর্মুদ্রিত হয় তখন। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা। যদিও তাঁর প্রথম 888sport app download apk প্রকাশিত হয় ক্লাস এইটে। কৃষ্ণনগর কলেজিয়েটে পড়ার সময়। আর প্রথম 888sport live লিখেন ‘গদ্য888sport app download apk ও রবীন্দ্রনাথ’ নামে ১৯৩৭ সালে প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনে। এরপর ১৯৩৮ সালে ‘গদ্য 888sport app download apk ও তার ছন্দ’ নামে 888sport liveে তিনি গদ্য888sport app download apkর বিরুদ্ধে বলেন; কিন্তু এর অব্যবহিত পরে তিনি গদ্য888sport app download apk লেখা শুরু করেন। এরপর ১৯৪০ সালে 888sport app download apkগ্রন্থ নববসন্ত বের হয় মুক্তধারা থেকে, যা কিনা উৎসর্গ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। ওখানে ‘বাংলার মুখ’ নামক 888sport app download apkয় তিনি লেখেন Ñ
সব প্রথমেই দিয়ে রাখি পরিচয়। তার মানে এটা নয়, এটাই সুবিধা, এতে সংশয় নেই; বরং ব্যাপার উলটো একেবারেই অর্থাৎ কিনা নামটা না দিলেই ছিল ভালো। কারণটা নয় মোটেই ঘোরালো। বাঙালি মেয়ে দোয়াত কলম আর কালি হাতে পেয়ে প্রকাশ্যে কোনো পত্রিকাতে আপন জবানবন্দী ছাপাতে শুরু করে দেবে, এতখানি নীচে নেমে আসবে এ দেশী মেয়ে!
এরপর প্রেমে পড়া। যদিও সে-প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিন্তু ১৯৪২ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ৩০-৩২টি 888sport app download apk ‘মেহেদির জন্য’ সিরিজে লেখা হয়েছে। পরে এটি প্রেমেন্দ্র মিত্র-সম্পাদিত প্রেম যুগে যুগে 888sport app download apkয় সংকলিত হয়। এরপর নানা কারণে তথা দেশভাগ এবং পাকিস্তানি শাসনামলে সাহস করে ছাপা হয়নি কোনো বই। প্রায় ৩০ বছর কোনো বই বের হয়নি। ১৯৬৯ সালে বের হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বিরস সংলাপ। ওই সময়ে লিখেছিলেন বহু 888sport app download apk যার বেশির ভাগই ছাপা হয় পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায়। যদিও তখন তিনি নিজেকে গুটিয়ে রাখতে চেয়েছেন। এরও ১৩ বছর পর বের হয় হাওয়া, তোমার কি দুঃসাহস 888sport app download apkগ্রন্থটি। হাওয়া, তোমার কি দুঃসাহস 888sport app download apkয় তিনি লেখেন Ñ
হাওয়া, তোমার কী দুঃসাহস,
হাজার নিষেধ, ঘোর অভিশাপ
কিছুই পারল না আটকাতে,
ঘাড় বেঁকিয়ে দিয়েছ ঝাঁপ
অন্ধকারে, পোষ-না-মানা
অবাধ্য এক ঘোড়ার মতো।
হিসেব কিছু ক’রেছিলে
কি করনি নাই তো জানা।
তিন বছর পর আবার বের হয় প্রকাশক চিত্তরঞ্জন সাহার মুক্তধারা থেকে 888sport app download apkগ্রন্থ দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে। ওই চিত্তরঞ্জন সাহাই আবুল হোসেনের প্রথম বই ছাপেন। যিনি কিনা প্রথম বাংলা একাডেমী চত্বরে বইমেলার আয়োজন করেন স্বাধীন 888sport appsে। একাকিত্ব কীভাবে মানুষকে তাড়িয়ে বেড়ায় তারই প্রতিচ্ছবি ‘যার যে পথ’ 888sport app download apkয় :
আমি প্রায় একা।
নিঃসঙ্গই বলা যায়।
একদিন একসঙ্গে
আমরা যারা বেরিয়েছিলাম
হাঁটতে
তাঁদের কেউ কেউ রাস্তার
নির্জনতায়
ভড়কে গিয়ে এগোয় নি আর।
সেই ১৯৯৪ সালে স্ত্রীকে হারিয়ে নিজের ভেতর আরো একাই বোধ করছেন।
এরপর ১৯৯৭ সালে এখনও সময় আছে, ২০০০ সালে আর কিসের অপেক্ষা, ২০০৪ সালে রাজকাহিনী, ২০০৭ সালে ব্যঙ্গ 888sport app download apk, ২০০৮ সালে কালের খাতায় ও আবুল হোসেনের প্রেমের 888sport app download apk নামে কাব্যগ্রন্থ এবং সর্বশেষ লেখেন অপরাহ্ণের 888sport sign up bonus নামে 888sport sign up bonusকথা, যা আগামী বইমেলায় বের হবে। সৌভাগ্যক্রমে ওই লেখার প্র“ফ এবং লেখাটি পড়ার সুযোগ আমি পেয়েছি। এখন লেখালেখি বন্ধ। লিখতে পারেন না আমাদের এই প্রবীণতম কবি। যিনি 888sport app download apk ছাড়াও 888sport live, গল্প, 888sport app download apk latest version 888sport live football, শিশু888sport live footballে অবদান রেখেছেন। এছাড়া ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ এই স্লোগানের উদ্ভবকর্তাও তিনি, যা জন888sport free bet নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখে। বারবার এই কবির কাছে যাই আর ভরা বুক নিয়ে বিদায় নিই।
আমি নাম বলতে পারবো না…
আবুল হোসেনের সাক্ষাৎকার
আবুল হোসেন আমাদের জ্যেষ্ঠতম কবি ও লেখক। জন্ম ১৫ আগস্ট ১৯২২ সালে খুলনা জেলায়। স্কুলের লেখাপড়া কৃষ্ণনগর ও কুষ্টিয়ায়, এরপর প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৪০ সালে প্রথম বই নববসন্ত বের হয়। প্রথম জীবনে রচিত ‘ঘোড়সওয়ার’, ‘বাংলার মেয়ে’ প্রভৃতি 888sport app download apk তাঁকে বিখ্যাত করে তোলে। প্রায় ৩০টির মতো গ্রন্থ লিখেছেন। এই ভূখণ্ডের মানুষকে 888sport app download apkর সঙ্গে যুক্ত করার ঐতিহাসিক দ্বায়িত্ব পালনে তিনি এক কবি পথিকৃৎ। তিনি বহু সংবর্ধনা ও 888sport app download bd পেয়েছেন। এর মধ্যে আছে বাংলা একাডেমী 888sport app download bd (১৯৬৩) ও 888sport cricket BPL rateে পদক (১৯৮০)।
তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন শ্যামল চন্দ্র নাথ।
শ্যামল : আপনার প্রথম লেখা ও শেষ লেখা কবে প্রকাশিত হয়?
আবুল হোসেন : প্রথম লেখা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পড়া অবস্থায়। তখন আমি ক্লাস এইটে পড়ি। আমাদের স্কুল ম্যাগাজিনে। এরপর শেষ লেখা সমকালে ২০০৮ সালে। আমার লেখা 888sport sign up bonusকথা ‘অপরাহ্ণের 888sport sign up bonus’। এবার বের হবে বইমেলায়।
শ্যামল : 888sport app download apkয় দশক বিভাজনরীতি কি আপনি স্বীকার করেন?
আবুল হোসেন : করি, আবার করিও না। 888sport app download apkর আন্দোলন কোনো কিছু মেনেই চলে না। এক দশকে হয়তো কাউকে পাওয়া যেতে পারে। যেমন Ñ বাংলা 888sport app download apkয় ঘটেছিল ত্রিশের দশকে। এরপর অনেকদিন কিছুই ঘটল না। এই শতাব্দীর প্রথম অথবা চল্লিশ কি পঞ্চাশ দশকে তেমন কিছু ঘটেনি। বিশের কবি নজরুল ইসলামকে কেউ দশকওয়ারি বিভাগে ফেলে আলোচনা করেননি। জসীমউদ্দীনের দশক কোনটা?
অথচ নজরুল এবং জসীমউদ্দীন দুজনই বাংলা 888sport app download apkয় তাদের বৈশিষ্ট্যের ছাপ রেখে গেছেন।
শ্যামল : চল্লিশের দশকে আপনার সমকালীন কবিদের মধ্যে কে বা কারা আপনার বিবেচনায় গুরুত্বপূর্ণ?
আবুল হোসেন : সুকান্ত ভট্টাচার্য ও সুভাষ মুখোপাধ্যায় অবশ্যই। তারা অনেক ভালো লিখেছেন। আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
শ্যামল : আপনার 888sport app download apkয় কথ্যরীতির ব্যবহার দেখতে পাই কিন্তু কেন?
আবুল হোসেন : কাব্যিকপনাকে আমি ঘৃণা করি। কারণ বাংলায় একটা কাব্যিক ভাষা গড়ে উঠেছিল, যা সাধারণ মানুষের ভাষা থেকে অনেকখানি ভিন্ন। আমি এই কৃত্রিমতাকে বর্জন করতে চেয়েছি। কবিকে আমি বিশেষ জীব বলে কখনো ভাবিনি। কবিও সমাজের 888sport app লোকের একজন। যে-প্রেরণায় একজন লোক ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় ঠিক একই প্রেরণায় কেউ কবি বা 888sport live footballিক হন। যে-ভাষায় আমরা ঘরে-বাইরে, পথে-ঘাটে, অফিস কিংবা আদালতে কথাবার্তা চালাই আমি সে-ভাষায় সারাজীবন লেখার চেষ্টা করেছি। আমি নিজের পথটা খুঁজতে চেয়েছিলাম। কাব্যের একটা প্রচলিত ভাষা আছে, যে-ভাষায় বা রীতিতে লিখলে সহজেই কবিখ্যাতি পাওয়া যায়, কিন্তু সেই সোজা সড়কে চলতে আমার ইচ্ছে হয়নি। অনেক পাঠক ভাবেন আমি কেবল গদ্য888sport app download apk লিখি। যদিও আমার গদ্য888sport app download apk খুব কম। কথ্যরীতি ব্যবহার করে বাংলা 888sport app download apk ক্রমেই সাধারণ লোকের কাছাকাছি আসতে পারবে। তাই আমি কথ্যরীতির প্রতি মনোযোগ দিয়েছি।
শ্যামল : আপনার 888sport live footballিক ঋণ কাদের কাছে আছে বলে আপনি মনে করেন?
আবুল হোসেন : ঋণের কোনো শেষ নেই। বাংলা ও ইংরেজি 888sport app download apkর একটা বড় অংশের কাছে আমি ঋণী। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ইংরেজির অধ্যাপক প্রফুল্লচন্দ্র, ডক্টর সুবোধ সেনগুপ্ত, তারকানাথ সেন, ডক্টর রাধাগোবিন্দ বসাকসহ আরো অনেকেই রয়েছেন। এখন মনে পড়ছে না। এছাড়া সৈয়দ মুজতবা আলীর কথা, যাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, 888sport live footballালোচনায় কাটিয়েছি। কিন্তু আমি সবচেয়ে ঋণী আবু সয়ীদ আইয়ুবের কাছে। তাঁর কাছে পেয়েছিলাম রুচি।
শ্যামল : রবীন্দ্রনাথকে আপনি প্রথম কবে দেখেন এবং প্রথম কথা হয় কীভাবে?
আবুল হোসেন : সেটা ১৯৩৮ সালের দিকে, শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে। তখন কথাবার্তা হয়নি। দূর থেকে দেখেছিলাম। এরপর ১৯৪০ সালে, তখন আমার সঙ্গে ছিল সুরেন্দ্রনাথ মৈত্র। আমি ওখানে সম্ভবত ইংরেজি 888sport app download apk সম্পর্কে বলি। আমার ভাষণটা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ওইদিনও কথা হয়নি। এর পরের দিন আবার গেলাম দেখা করতে। রবীন্দ্রনাথ বললেন, আপনারা অদ্দুর থেকে এসেছেন Ñ দরজা ভেঙে এলেন না কেন? রবীন্দ্রনাথ খুব নাটকীয় ছিলেন তাঁর কথাবার্তায়। আমি তাঁকে বললাম, সাধারণ শিক্ষার অভাবেই আমরা 888sport live footballে পিছিয়ে পড়েছি। রবীন্দ্রনাথ তখন বললেল, ‘এই পথেই তোমাদের মুক্তি হবে।’
শ্যামল : জীবনানন্দ দাশের সঙ্গে দেখা বা কথা বলার 888sport sign up bonus কি এখনো আপনার মনে আছে?
আবুল হোসেন : সব মনে নেই। তবে যতদূর মনে পড়ে জীবনানন্দ একটু বিষণœ ছিলেন, কোনো চাঞ্চল্য আমি লক্ষ করিনি। জীবনানন্দের ‘বনলতা সেন’ নিয়ে আমি আলোচনাও করেছি। আমি তাঁকে বলেছিলাম, দেখুন আপনার লেখা একেবারে ভিন্ন, অন্যদের চেয়ে আলাদা। আবার মাঝেমাঝে বুঝতে পারি না। জীবনানন্দ আমার কথা শুনে হাসলেন।
শ্যামল : আপনি তো দেশের বাইরে অনেকবার গেছেন। বিদেশি কোন কবিকে আপনার ভালো লেগেছে?
আবুল হোসেন : মনে হয়, মার্কিন কবি থিওডর ওয়াইজের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। জার্মান কবি এসেনবার্গারের সঙ্গেও দেখা হয়েছিল। রুশ কবি ইয়েভতুশেংকোর সঙ্গে আলাপ হয়েছিল। এছাড়া আরো অনেকের সঙ্গে সে-সময় দেখা হয়েছিল।
শ্যামল : আপনার পরিবারে কোনো লেখালেখির আবহ ছিল কিনা?
আবুল হোসেন : না। তবে আমার বাবার গানের শখ ছিল। কিন্তু সেই সময়ে গান গাওয়া নাজায়েজ ছিল। ১৯৭১ সালের ২৪ এপ্রিল বাগেরহাটে পাকিস্তানিরা আমার বাবাকে মেরে ফেলে। আমি তখন সরকারি চাকরি করতাম। বাবা পুলিশ অফিসার ছিলেন। আর আমার ছোট ভাই আমজাদ হোসেন একসময় পাকিস্তানের মন্ত্রী ছিলেন। বাবাকে নিয়ে আমি একটা 888sport app download apkও লিখে ছিলাম যতদূর মনে পড়ে।
শ্যামল : আপনার লেখা কোন 888sport app download apk আপনার খুব প্রিয়?
আবুল হোসেন : আমার নির্দিষ্ট করে কোনো প্রিয় 888sport app download apk একটিও নেই। প্রিয় 888sport app download apk আছে আমার অনেকগুলো। আমি তো 888sport app download apk নিয়ে অবিরাম কাজ করি Ñ লিখে যাওয়ার পরে কাজ করি, পত্রিকায় ছাপা হয়ে যাওয়ার পরে কাজ করি এবং বইয়ে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরও কাজ করি। সেজন্যে আমার অনেক 888sport app download apkকে আমি মনে করি এমন জায়গায় পৌঁছে গেছে যে, তার থেকে একটি শব্দও বদল করা যাবে না। আমার 888sport app download apkর মধ্যে সকলেরই প্রিয় ‘ডি. এইচ. রেলওয়ে’। যেটা আবদুল মান্নান সৈয়দ এই বঙ্গে প্রথম আলোচনা করেছে এবং আমার সম্পর্কে ব্যাপক লিখেছে।
শ্যামল : আপনি বলেছেন, আপনার নববসন্তে আপনার প্রথমদিকের লেখাগুলোয় রবীন্দ্রনাথের ধারার প্রভাব আছে এবং ওই প্রভাব থেকে বের হওয়ার চেষ্টাও করেছেন, সেটা কীভাবে?
আবুল হোসেন : ১৯৩৯ সালের আগে যে-888sport app download apkগুলো লিখেছি সেগুলোতে রবীন্দ্রনাথের ধারা ছিল। কিন্তু ১৯৩৯ সাল থেকে লেখায় রবীন্দ্রধারা ছিল না। 888sport app download apk পত্রিকায় ‘নবযুগ’, ‘বাংলার মেয়ে, বাংলার ছেলে’, ‘ট্রেন’ Ñ এসব 888sport app download apk যখন বেরোলো তখনই আমি নিজেকে খুঁজে পেলাম। ১৯৩৯-কে আমি আমার যাত্রা শুরুর কাল মনে করি।
শ্যামল : 888sport app download apk এত কম লিখেছেন কেন?
আবুল হোসেন : আগে অনেক লিখতাম। কম লেখার পেছনে আবু সয়ীদ আইয়ুবের সতর্কতা কাজ করেছে। আইয়ুব বলত, এত লেখেন কেন? বেশি লিখলে কী লেখা ভালো হয়? আমাকে বলল, কোনো লেখা কখনো পুনরায় বলবেন না। একবার যা লিখেছেন তা আর লিখবেন না। এই বলে জীবনানন্দ দাশের উদাহরণ দিলেন। এখন তো আর লিখতেও পারছি না। বলতেও কষ্ট হচ্ছে।
শ্যামল : কবি হিসেবে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন?
আবুল হোসেন : সমর সেনকে। আমি সম্ভবত কলেজে পড়ি, তখন তাঁর সঙ্গে দেখা আমার। তাঁর চেষ্টা ছিল 888sport app download apkকে কতটা নিরাভরণ করা যায়। আমি তাঁকে খুব উঁচুদরের কবি বলে মনে করি। সমর সেন যখনই বুঝতে পারলেন, তাঁর বলার কিছু নেই, তখনই 888sport app download apk লেখা থামিয়ে দিলেন।
শ্যামল : আপনার প্রিয় কথা888sport live chatী কারা?
আবুল হোসেন : দুজন প্রয়াত লেখকের নাম বলব। মাহবুব আলম ও সৈয়দ ওয়ালীউল্লাহ্। মাহবুব আলমকে আমি আমাদের প্রথম আধুনিক গল্পলেখক বলব। ওয়ালীউল্লাহ্ তো অসাধারণ। এরপর রশীদ করিম, আখতারুজ্জামান ইলিয়াস ও হাসান আজিজুল হক।
শ্যামল : আপনি তো দেশ, আনন্দবাজার, যুগান্তর, অরণি, পূর্বাশা, নবযুগ, বুলবুলে লিখেছেন। 888sport live footballমানের বিচারে কোন পত্রিকাকে আপনি এগিয়ে রাখবেন?
আবুল হোসেন : আমি অনেক পত্রিকায় ও ম্যাগাজিনে লিখেছি। কিন্তু আমার কাছে দেশকেই সেরা মনে হয়েছে। এর 888sport live footballমান অনেক উঁচু ধরনের। আর 888sport appsে কালি ও কলম আমার ভালো লেগেছে। এখন তো আর পড়তে পারি না। কেমন হচ্ছে কোন পত্রিকার 888sport live footballমান তা জানি না।
শ্যামল : আপনি 888sport live football ম্যাগাজিনের কথা বললেন কিন্তু কোনো পত্রিকার কথা বললেন না কেন?
আবুল হোসেন : না, পত্রিকা তো বাণিজ্যিক চিন্তাধারার কথা ভাবে। 888sport live footballের ক্ষেত্রে ম্যাগাজিনটাই আসল মনে হয় আমার কাছে।
শ্যামল : আপনি তো দেশ ম্যাগাজিনের কথা বললেন, দেশের প্রথম প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায়; আপনি একসময় 888sport apps live chat 888sport উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাঁর প্রচ্ছদ ও live chat 888sport সম্পর্কে বা তাঁর সঙ্গে দেখার কোনো 888sport sign up bonus কি আপনার মনে আছে?
আবুল হোসেন : হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছিল কলকাতায়। সত্যজিৎ তো বড় ধরনের নির্মাতা ছিলেন। তাঁর পথের পাঁচালী ছবিটিই তাঁকে বিখ্যাত করে দেয়। যদিও আগে তিনি পেশাদার 888sport live chatী ছিলেন। পরে live chat 888sportে চলে যান।
শ্যামল : আপনার জীবনে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা কোনটি?
আবুল হোসেন : আমার মা ও স্ত্রীর চলে যাওয়া। আমার স্ত্রী তো ১৯৯৪ সালেই চলে যায়। আমাকে একা ফেলে। সে যাওয়ার আগে অনেক কথা লিখে যায় আমার ছেলেমেয়েদের উদ্দেশ্যে, যা তারা অনেক নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমি অনেক ভালোই আছি বলা যায়। এছাড়া বাবার কথা বেশ মনে পড়ে। এর বাইরে এমন কোনো কষ্ট আমি পাইনি।
শ্যামল : এবার একান্ত ব্যক্তিগত প্রশ্ন করব। আপনি প্রথম কখন প্রেমে পড়েন?
আবুল হোসেন : আমি কলেজে পড়া অবস্থায় প্রেমে পড়ি (হেসে উঠলেন)। আমার ভাইয়েরা সব জানত। আমার বন্ধুরাও জানত।
শ্যামল : তাহলে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন না কেন এবং তার নাম বা তার সম্পর্কে বিস্তারিত কি কিছু জানতে পারি?
আবুল হোসেন : সে ছিল হিন্দু, ভিন্ন সম্প্রদায়ের। আর তখন সমাজব্যবস্থা ছিল ভীষণ রক্ষণশীল। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম, আমরা আমাদের মাঝে যোগাযোগ চালিয়ে যাব, সম্পর্ক রাখব কিন্তু বিয়ে করব না। বিয়ে করব না মানে আমি শাহানাকে বিয়ে করার পর তাকে ভুলে যাইনি। আমাদের মাঝে প্রায়ই কথা হতো, চিঠি দেওয়া-নেওয়া হতো গত কয়েক বছর পর্যন্তও। এখন আর লিখতে পারি না। কিন্তু যোগাযোগ আছে। সে এখনো জীবিত আছে। তাই আমি নাম বলতে পারব না।
শ্যামল : যে-ধারণা বুকের গভীরে লালন করে 888sport app download apk লিখতে শুরু করেছেন, জীবনের এই শেষ পর্যায়ে এসে আপনার দৃষ্টিভঙ্গির কি কোনো পরিবর্তন হয়েছে?
আবুল হোসেন : ছেলেবেলায় যখন 888sport app download apk লিখতে শুরু করি, 888sport app download apkর ভাষা, ছন্দ, মিল, বিষয় এসব নিয়ে চিন্তাভাবনা ছিল না। লিখতে ভালো লাগত, তা-ই যথেষ্ট। অনেক বিষয়েই লিখেছি। পরে অনেক ভেবেচিন্তে 888sport app download apkকেই বেছে নিলাম। আমি মানুষের মুখের ভাষার প্রেমে পড়ি । ফলে অপ্রত্যাশিত লাভ হলো। কবিত সহজ-সরল হয়ে গেল।

Leave a Reply
You must be logged in to post a comment.