কবি কাজী রোজী

মাত্র কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন কবি কাজী রোজী। বেশ কিছু সময় শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর মেয়ে কবি সুমী সিকান্দার এসব তথ্য আমাদের জানিয়েছেন। 888sport app download apkর জন্য তিনি 888sport cricket BPL rateে পদক অর্জন করেন। এর আগে তিনি 888sport app download apkর জন্য বাংলা একাডেমি 888sport app download bd লাভ করেন।

কবি কাজী রোজীকে ব্যক্তিগতভাবে চিনতাম আমি। বহুদিনের চেনাজানা। হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় থেকে। হয়তো এরও আগে থেকে। রোজীর সঙ্গে কত জায়গায় গেছি। কত জায়গায় দেখা হয়েছে রোজীর সঙ্গে। আমরা যেহেতু এক ভুবনের মানুষ সেজন্যে একই তারে বাঁধা ছিলাম। রোজী আমার বছর দুয়েকের ছোট। বিশ্ববিদ্যালয়ে আমার দু-এক বছরের জুনিয়র। এখন 888sport app download apkর বইগুলো নাড়াচাড়া করতে গিয়ে মনে হলো, হয়তো একই আদর্শে বিশ্বাসী ছিলাম আমরা। রোজী বেঁচে থাকতে কখনো এ-বিষয়ে আলাপ হয়নি। দেখা হলেই নানাবিধ জীবন্ত ও প্রবল বিষয়ে আলোচনা চলত।

কবি কাজী রোজীর 888sport app download apk নেড়েচেড়ে দেখতে গিয়ে মনে হলো, তাঁর 888sport app download apkর প্রধান সুরটি সংগ্রামমুখর। তাঁর 888sport app download apkর বইয়ের নাম লড়াই। তাঁর 888sport app download apkর চরণ উদ্ধৃত করি –

ভাইবোন মিলেমিশে এক সাথে খাই।

তারপর আবার লড়াই।

রোজী সকল সংগ্রামী মানুষের পাশে থেকেছেন। আমার স্বামী শ্রমিক নেতা নূরুল ইসলামকে নিয়ে ‘ভালোবাসবে যদি’ 888sport app download apkয় তিনি লিখছেন –

যারা ওঁৎ পেতে ঘাপটি মেরে বসে আছে

                        আগে ওদের নির্মূল করি।

নূরুল ইসলাম গুপ্ত আততায়ীর হাতে পুত্রসহ নিহত হন।

888sport promo codeনেত্রী নাসরিন হককে নিয়ে লিখেছেন ‘যে নদী হারিয়ে গেল’। 888sport app download apk থেকে দু-চার পঙ্ক্তি উদ্ধৃত

করি –

চোখভরা মানুষের প্রেমে উজ্জীবিত শপথ …

নাসরিন তুমি এমন এক নদী

         একবার বাঁক ফিরে তাকাতে যদি।

‘কোন সে আবাসে তুমি’ 888sport app download apkয় কবি সমুদ্র গুপ্তের জন্য রোজী লিখছেন Ñ

তুমি হেঁটে গেলে এক পথ-সভা জমে যায় …

তোমার বুকের সবটা জুড়ে যেন এক সাহসের আকাশ,

                                                    তোমার

পায়ের শব্দে আন্দোলন এগিয়ে চলে। …

সংগ্রামী 888sport app download apk লিখেছেন কবি কাজী রোজী। তাঁর অধিকাংশ 888sport app download apkয় মানুষের সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। এই মানুষটিই আবার 888sport app download apkয় মৃত্যুচিন্তায় কম্পিত হয়েছেন। আমার পিরানের কোন মাপ নেই বইয়ের নাম888sport app download apkয় কবি লিখছেন –

দর্জি বলল : যেদিন মরে বাঁচবা,

সেদিন তোমার পিরান

বানায়ে দিবানে। মাপ লাগবি না।

নিরুত্তাপ গলায় কবি কঠিন সত্যটা জানালেন। মরে গেলে কাফনের মাপ লাগে না। আরো 888sport app download apkয় কবির মৃত্যুচিন্তা বিধৃত হয়েছে। ‘নির্মিত আমার ঘর’-এ কবি লিখছেন –

গর্ত মানে বিবর। বিবর মানে কবর।

যা আমার অস্তিত্ব দিয়ে নির্মিত ঘর।

‘আমার ঘরখানাতে দরজা জানলা কিচ্ছু নেই’ 888sport app download apkয় কবি

বলছেন –

সময় হলি যাতিই হবে – এ এক অন্য ডাক। এ এক নির্মম

                                                            ছক।

‘মহল’ 888sport app download apkয় কবি লিখছেন –

ভাইবোনগুলো আত্মীয়পরিজন বন্ধু-বান্ধব

মা-বাবার 888sport sign up bonusর সাথে

আমাকেও জড়িয়ে নেবে।

গ্রাম বন্দর শহর নগর

মুহূর্তকাল থমকে যেতে পারে।

তারপর যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে …

‘ভাড়া না দিয়েই থাকব এখন’ শিরোনামীয় 888sport app download apkয় কবি লিখছেন :

ভাড়া না দিয়েই থাকব এখন

                  অনন্ত আগামী ছুঁয়ে।

এসব 888sport app download apkয় 888sport app download apkকে শাসন করছে মৃত্যুচিন্তা। কিন্তু কাজী রোজীর 888sport app download apkয় সংগ্রামী-সুরটি ঘুরে ঘুরেই মাথা তোলে। ‘কালো মানুষের কথা’ 888sport app download apkয় রোজী লিখছেন :

শ্রমিকের ঘাম খুঁজে পেল সেই চাবি

হাতুড়ি শাবল কাস্তের সম্মান

আট ঘণ্টার রোদ বৃষ্টির গান।

কাজী রোজীর 888sport app download apkয় রয়েছে কাব্যের কারুকাজ। তাঁর ‘গ্রীষ্মের দহন’ 888sport app download apkয় 888sport live chatের মাধুরী আর সৌকর্য ঝরে পড়তে দেখি পুরো 888sport app download apk জুড়ে। তাঁর 888sport app download apkর মুখটা এমন –

গ্রীষ্মের ভালোবাসা গরম আনে না শুধু

                     দহন আনে

খর রৌদ্রের তাপে বৃক্ষ উজাড় হয়

                     পাবার গানে।

‘অন্য রোদ’ 888sport app download apkয় পাই 888sport live chatগুণসম্পন্ন চরণ –

তপ্ত প্রখর রোদে মধ্য গগন

আয়নার মত যেন ঝকঝকে মন।

ছন্দ-সফল 888sport app download apk কাজী রোজী অনেক লিখেছেন –

আমায় যদি ডাকতে পারো

            বর্ষণে অন্তরে

আমি তোমার বর্ষা হব

            জনম জনম ধরে।

কাজী রোজীর 888sport app download apkর সুষমা টের পাই যখন তাঁর রচিত 888sport app download apkর পঙ্ক্তি : ‘তারও চেয়ে বেশি আছে না লেখার জীবন বাহার।’ – হীরক-দ্যুতি ছড়াতে থাকে।

কবি কাজী রোজীর 888sport app download apkয় মিশে আছে এমন এক সারল্য যা তাঁর 888sport app download apkকে সুবোধ্য করে তুলেছে। তাঁর 888sport app download apk পড়তে গিয়ে কখনো মনে হয়নি তিনি তাঁর অভিজ্ঞতার বাইরে কিছু লিখেছেন। এখানেই লেখকের সততা আর সারল্য নিয়ে কথা! কবি কাজী রোজী তাঁর 888sport app download apk লেখায় সৎ আর সরল থেকে প্রমাণ করেছেন যে, কবির জন্য, লেখকের জন্য সততা আর সারল্যের চেয়ে মহান আর কিছুই নয়।