কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত 888sport app download for androidানুষ্ঠান

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথা888sport live footballিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। আবুল হাসনাত তাঁর নানাবিধ কাজের মধ্য দিয়ে বাঙালির মনোগঠনের পরিচ্ছন্ন ভাবধারা, স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির ভাবনাচিন্তায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত করেছে। বিশেষত এদেশে 888sport live chatকলা বিষয়ে মানুষকে উৎসাহী এবং গ্রন্থপাঠে আগ্রহী ও পাঠরুচি তৈরিতে তাঁর ভমিকা অনস্বীকার্য। প্রায় এক বছর আগে ২০২০ সালের পহেলা নভেম্বর তিনি পরলোকগমন করেছেন।

আবুল হাসনাতের প্রতি 888sport apk download apk latest version জানিয়ে আগামী শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, বিকেল ৫টায় এক 888sport app download for androidানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখবেন সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেন, তারিক সুজাত, মতিউর রহমান এবং ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন অদিতি মোহসিন এবং 888sport app download apk পরিবেশন করবেন হাসান আরিফ। অনুষ্ঠানে আবুল হাসনাতকে নিয়ে বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘আবুল হাসনাত স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

বিকেল ৫ টা
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
কবি সুফিয়া কামাল মিলনায়তন
জাতীয় জাদুঘর, শাহবাগ, 888sport app

অনুষ্ঠানসূচি

বক্তা
তারিক সুজাত
সৈয়দ মনজুরুল ইসলাম
সেলিনা হোসেন
মতিউর রহমান
ডা. সারওয়ার আলী

সভাপতি
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

রবীন্দ্রসংগীত পরিবেশন
অদিতি মহসিন

888sport app download apk পাঠ
হাসান আরিফ

‘আবুল হাসনাত স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন