কবি শামসুর রাহমান কবিদের জন্যে তিনি ছিলেন রাহমান ভাই …

এক : ব্যক্তিগত 888sport sign up bonus

আধুনিক বাংলা 888sport app download apkর অন্যতম প্রধান কবির মুকুটে যিনি শোভিত ছিলেন সর্বক্ষণ, সেই অগ্রজ, প্রায় প্রত্যেক অনুজ কবির কাছে প্রিয় রাহমান ভাই হিসেবে অধিক পরিচিত ও ততোধিক আপনজন। সুস্মিত সেই অনাবিল হাসির কাছে যেন অবলীলায় সব আবদার পেশ করা যেত অনায়াসে।

দৈনিক বাংলার অফিসে কিংবা তাঁর শ্যামলীর বাড়িতে গেলে প্রথমেই দেখতে পেতাম হাসিমাখা নরম কোমল তুলনাহীন সেই মুখাবয়ব, যার দিকে তাকালে অপার আনন্দে মিশে যেত চারপাশ। 888sport app download apkর গন্ধে বিভোর হতো অনাবিল আড্ডার সময়। এভাবেই বহুদিন দেখেছি তাঁকে।

সেই রাহমান ভাই, প্রথম আমাদের ধানমণ্ডির বাসায় এসেছিলেন কবি রফিক আজাদের জন্মদিন উপলক্ষে। হাতে করে তিনি নিয়ে এসেছিলেন পুরনো 888sport appর এক ঠোঙা  জিলেপি। আমার হাতে জিলেপির সেই ঠোঙা তুলে দিতে দিতে মিষ্টি হেসে বলেছিলেন যে, রফিকের মনটা তো জিলেপির মতো পেঁচানো, তাই ওর জন্মদিনে জিলেপি নিয়ে এলাম …।

কাব্য888sport live footballের এতো বড় মাপের কবির মুখে এমন একটি কথা শুনে প্রথমে খুব ধাক্কা খেলাম। পরক্ষণেই মনে হলো, পরস্ত্রীর প্রতি এটি একটি চিমটি নয় তো?

নাহ, কিছুতেই হতে পারে না।

কেননা, নেহাত দুদিন আগেই তো 888sport live footballের পাতায় রফিক আজাদের দুটি 888sport app download apk পড়ে সপ্রশংস টেলিফোনে রফিক আজাদের সঙ্গে কথা বলেছেন প্রায় আধঘণ্টার মতো। তাঁর প্রশংসা শুনে আমার ঘরের কবিও তো সেদিন হাওয়া মে উড়তা জায় …।

কাজেই আমার মতো তরুণ কবির প্রতি নিশ্চয় নেহাত ঠাট্টা, মশকরা ছাড়া অন্য কিছু নয়।

বিশেষভাবে আমরা যারা রাহমান ভাইকে কাছ থেকে চিনি এবং জানি।

সে-বছর রফিক আজাদের শরীরটা বিশেষ ভালো ছিল না বলে তার জন্মদিনটি একটু ঘটা করে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেই। সেই একই সময়ে যেহেতু কলকাতা থেকে 888sport appর কোনো এক উৎসব উপলক্ষে আগত আমাদের প্রিয় কবি ও 888sport live footballিক বন্ধুরা এসেছিলেন, তাই তাদেরও ডেকে নিয়েছিলাম জন্মদিনের এই আয়োজনে। ১লা ফাল্গুন, রফিক আজাদের ৫৮তম জন্মদিন উপলক্ষে সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাতী গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, দেশ সাপ্তাহিক পত্রিকার বাদল বসু, আবৃত্তিলোকের কর্ণধার সৌমিত্র মিত্র ও মালবিকা মিত্র, কলকাতার আজকাল পত্রিকার সাংবাদিক বাহারউদ্দিনসহ, সেদিন অনেকেই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন আমাদের গরিবখানায়।

সেদিন সন্ধ্যার পরপরই সকলে এলেন আমাদের ধানমন্ডির বাসায়। ফুলে ফুলে ভরে গেল আমাদের ছোট্ট বারান্দা।

888sport apps থেকে রফিক আজাদের প্রিয় শিক্ষক ড. আনিসুজ্জামান, প্রিয় কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, সাইয়ীদ আতিকুল্লাহ, বেলাল চৌধুরী, রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আবু হাসান শাহরিয়ার, ফারুক মাহমুদ, ড. সামাদ, তারিক সুজাতসহ 888sport appsের অধিকাংশ কবি সেদিন উপস্থিত হয়েছিলেন। নামমাত্র খাবার খেয়েছেন সকলে। শিশির জলে ভেজা সেই আড্ডার জল থইথই করছিল কবিদের কথার কোলাহলে। সুনীলদা তো একপর্যায়ে গান ধরলেন – তুই লাল পাহাড়ের দেশে যা … রাঙামাটির দেশে যা, ইখান তোরে মানাইছে নারে – ইক্কেবারে মানাইছে না রে।

সুনীলদার সঙ্গে মুনমুনসহ তখন অনেকেই কণ্ঠ মেলাচ্ছেন। পাশের আসন থেকে মিটিমিটি হাসছেন রাহমান ভাই।

‘আরো এক পেগ চাই’ বলে রফিক আজাদের দিকে গ্লাসটি বাড়িয়ে দিলেন।

নিজের বাড়িতে কাউকে ডাকলে, রফিক আজাদ খুব সাবধানে থাকেন। খেলেও খুব স্বল্প পরিমাণে খান – নিজের পাগলামি চেপে রেখে যেন অন্যদের পাগলামি সামলাতে পারেন – সেই প্রচেষ্টা সচেতনভাবেই তিনি অব্যাহত রাখেন – এসব দিনে তাকে কোনো শাসন-বারণ না করলেও চলে।

সারাক্ষণ সে নিজেই সচেতন।

বেলাল ভাইও একপর্যায়ে নিঃশব্দে ঘুমিয়ে পড়েন। সকলের শেষে তাঁকে তার বাড়িতে পৌঁছানো হয়। এমন হয়েছে বহু বহুদিন। কবি বলে কথা!

888sport app কলকাতার 888sport live football আসর যেন আমাদের ধানমণ্ডির পরাবাস্তব গৃহেই সম্পন্ন হয়েছিল 888sport app download for androidীয় সেই জন্মদিনের রাতের ক্যানভাসে।

১৯৯৬ সালের ভরা বর্ষাকাল তখন। কবি-888sport live chatী-888sport live footballিক দম্পতিদের নিয়ে চমৎকার একটি নৌ888sport slot gameের ব্যবস্থা করেছিলেন খসরু চৌধুরী ও তপতী চক্রবর্তী। তপতী ছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের আত্মীয়া। 888sport appsের জাহাজ ব্যবসায়ী হাসান মনসুর মিলনকে বিবাহসূত্রে 888sport appsেই স্থায়ী হয়েছিলেন তপতী। অসাধারণ নির্মল মনের মানুষ ছিলেন তিনি। তপতী-মিলন অর্থাৎ স্বামী-স্ত্রী মিলেই এই গাইড ট্যুরের ব্যবসাটি পরিচালনা করতেন।

নদীপথে দেশের দর্শনীয় স্থান পরি888sport slot gameে ‘গাইড ট্যুর লিমিটেডে’র অধীনে দুটো জাহাজ নিয়ে তাঁদের ব্যবসা সবে শুরু হয়েছিল তখন। রফিক আজাদের প্রিয়জন সাপ্তাহিক রোববারের নিয়মিত লেখক এবং হাসান মনসুর মিলনের ঘনিষ্ঠ বন্ধু খসরু চৌধুরীর উদ্যোগেই মূলত 888sport appsে প্রথম সপরিবারে কবি-888sport live footballিকদের নিয়ে এমন একটি ব্যতিক্রমী 888sport slot gameের ব্যবস্থা করা হয়েছিল।

খসরু তখন সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নিয়ে রীতিমতো গবেষণামূলক লেখা লিখে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ইতোমধ্যে তাঁর রচিত গবেষণামূলক গ্রন্থ সুন্দরবনের বাঘ প্রকাশিত হয়েছে।

তাঁরই পরিকল্পনায় রুপালি বাতাস ওড়া এক শান্ত বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার ঘাট থেকে নৌকায় চেপে গাইড ট্যুর লিমিটেডের ‘অবসর’ নামে জাহাজে মেঘনা নদীতে ভেসে ভেসে বেড়িয়েছিলাম। ভাসতে ভাসতে সে-যাত্রায় আমাদের ‘অবসর’ নোঙর ফেলেছিল চাঁদপুর গিয়ে।

চাঁদপুরে নোঙর ফেলে আমাদের স্নানের সময় দেওয়া হলো। মেয়েদের মধ্যে আমি আর সেলিনা আপা সাঁতার কাটতে নেমেছিলাম মেঘনার সেই স্বচ্ছ জলে। লায়লা হাসান এবং রাহমান ভাইয়ের স্ত্রী জোহরা ভাবি পাক্কা রোদের মধ্যে মাথায় একটি হ্যাট পরে আমাদের সাঁতার উপভোগ করছিলেন। মেঘনার জল স্পর্শ করতেই কবি আহসান হাবীবের বিখ্যাত 888sport app download apk ‘মেঘনা পাড়ের ছেলে’র কয়েকটি চরণ মনে পড়ল আমার।

আমি মেঘনা পাড়ের ছেলে

আমি মেঘনা নদীর নেয়ে।

মেঘনা নদীর ঢেউয়ের বুকে

তালের নৌকা বেয়ে

আমি বেড়াই হেসেখেলে –

আমি মেঘনা পাড়ের ছেলে।

মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি

ইচ্ছে হ’লেই এপার থেকে ওপারে দেই পাড়ি।

যতটুকু মনে পড়ে ছেলেদের মধ্যে আমাদের গাইড ও লেখক খসরু চৌধুরী এবং একমাত্র চিত্র888sport live chatী কালিদাস কর্মকার সেদিন জলে নেমেছিলেন। মেঘনা নদীর এপার-ওপার করতে না পারলেও সাঁতার কেটেছিলেন প্রায় ঝানু সাঁতারুর মতো।

স্নানশেষে মেঘনা নদীর টাটকা ইলিশ মাছ রান্না, করলা ভাজি আর ‘বিলম্ব’-এর টক দিয়ে অসাধারণ ডাল মেখে ভাত খেয়েছিলাম – সেই প্রথম আমি বিলম্ব-ডাল খেয়েছিলাম। 888sport sign up bonus উসকে দিলে এখনো সেই টাটকা ইলিশ আর টক-ডালের স্বাদ অনুভব করি যেন।

জাহাজেই আহার-বিহার ও পানাহারসহ জম্পেশ আড্ডার ব্যবস্থা ছিল। 888sport app download apk পড়া, গান, গল্প – সবই ছিল। সেখানেই 888sport app কবি-স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় আমার। রাহমান ভাইয়ের স্ত্রী জোহরা ভাবি কী যে অসাধারণ স্নেহময়ী মানুষ ছিলেন, সেটি জানতেই পারতাম না এই 888sport slot gameের সঙ্গী সেদিন না হলে। আনোয়ারা সৈয়দ হকের পরিচয় হিসেবে জানতাম তিনি ডাক্তার। তাঁর লেখক পরিচিতি তখনো খুব বেশি উজ্জ্বল নয়। হকভাইয়ের খ্যাতির আড়ালে কোনো রকম টিকে আছেন।

আমার অবস্থা তো আরো তথৈবচ। বটবৃক্ষের মতো এক কবির পাশে আমি সামান্য এক তৃণসম। তিনটি 888sport app download apkর বইয়ের মালিক হয়েছি সবে। তারও প্রচার নেই, হাঁক-ডাক কিচ্ছুটি নেই। অন্যদের দৃষ্টিতে বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির পদাবলির সেই নায়িকার মতো আমার অবস্থা – ‘তোমার গরবে গরবিনী হাম/ রূপসী তোমার রূপে।’

আমার কথা না হয় ছেড়েই দিলাম; কিন্তু ডাক্তার মেয়ে লেখক ছাড়াও এতো নয়নকাড়া সৌন্দর্যের আধার হতে পারে – তা বুঝব কেমন করে, কাছে না এলে?

এই 888sport slot gameে সঙ্গী হয়ে আরো এসেছিলেন কবি ও সব্যসাচী লেখক এবং রাহমান ভাইয়ের বন্ধু সৈয়দ শামসুল হক, বিশিষ্ট কথা888sport live footballিক সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, নৃত্য888sport live chatী লায়লা হাসান, চিত্র888sport live chatী কালিদাস কর্মকার, দৈনিক বাংলা বাজার পত্রিকার মালিক ইয়াহিয়া খান, সাংবাদিক মিজানুর রহমান সস্ত্রীক এবং প্রকাশক মজিবুর রহমান খোকা।

সাপ্তাহিক রোববার পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ এবং আমি কবি দিলারা হাফিজ – কবি রফিক আজাদের মর্মসহচরী ও স্ত্রী বিধায় এই নৌ888sport slot gameে আসতে টিকেট পেয়েছিলাম।

তবে এতোকাল পরেও এই লেখাটি কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খানের অনুরোধে লিখতে গিয়ে মনে হলো, আসলেই নদীবক্ষে 888sport slot gameের সেই সময়টা ছিল ‘সোনার ফ্রেমে বাঁধানো শৈল্পিক সময়’।

আমরা দুজনেই এক রাত দুটো দিন – প্রকৃতি ও 888sport live chatের মানুষদের সান্নিধ্যে – নদীবক্ষের অলৌকিক নির্জন এক পরিবেশে – জ্যোৎস্নাস্নাত গভীর রাতের কানন – সবকিছু মিলে বহুদিন পরে বড় বেশি বিস্ময়ানন্দে কেটেছিল আমাদের দুজনের স্বপ্নের প্রহরগুলো। বাংলা কাব্য888sport live footballের দুই দিকপাল অগ্রজ রাহমানভাই, হকভাইয়ের সেই হৃদয় উজার করা স্নেহ-আদর-ভালোবাসা – কোথায় পাবো আর!

আনোয়ারা ভাবির সঙ্গে সেদিন পরিচিত হয়েও খুব সমৃদ্ধ হয়েছিলাম নানাভাবে। একজন মেধাবী ও পরিশ্রমী লেখক হিসেবে আনোয়ারা সৈয়দ হক বাংলা একাডেমি 888sport app download bd পেয়েছেন সত্তর বছর বয়সে। ভাবা যায়! অথচ একই 888sport app download bd তাঁর স্বামী পেয়েছেন ৩১ বছর বয়সে। ধারণা করি, লেখক বা কবির স্ত্রী হিসেবে এক ঘরে দুজন লেখক বা কবি হলে এভাবেই বোধহয় খেসারত দিতে হয় 888sport promo code-লেখক সত্তাকে।

হকভাইয়ের প্রয়াণের পরে দুজনের একাকী জীবনে আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে আমার অনেক বেশি বন্ধুত্ব। আমি তাঁর লেখারও ভক্ত। যেমন সেলিনা হোসেনের লেখায় খুঁজে পাই একক মানবসত্তাকে। যিনি জগৎ ও জীবনকে দেখেছেন নির্মোহ এক উদার দৃষ্টিতে।

এরপরে ২০০২ সালের কথা।

রফিক আজাদ তখন বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমির পরিচালক। আমার ওপর তিনি দায়িত্ব দিলেন কবি শামসুর রাহমান ভাইকে সস্ত্রীক 888sport app থেকে বিরিশিরি নিয়ে আসতে হবে।

তথাস্তু বলে আমিও কলেজ থেকে ছুটি নিলাম দুদিনের জন্যে।

রাহমান ভাই, ভাবি, সঙ্গে তাঁদের নাতনি নয়নাকে নিয়ে 888sport app থেকে সকালে রওনা হয়ে পৌঁছলাম সন্ধ্যার একটু আগে আগে। একাডেমির 888sport live chatী গারো ছেলেমেয়েরা হাতে গোলাপফুলের পাপড়ি নিয়ে তোরণের দুধারে দাঁড়িয়ে অধীরভাবে অপেক্ষা করছিল বাংলাভাষার একজন প্রধান কবিকে দেখবে বলে।

কবি যখন পৌঁছলেন একাডেমির সম্মুখভাগে, তখন গারো মেয়েরা পুষ্পবর্ষণের পাশাপাশি নেচে-গেয়ে কবিকে অভ্যর্থনা জানালো তাদের আদিবাসী রীতি অনুযায়ী।

এরপর চা-নাস্তা শেষে কবিকে চোখের দেখা দেখতে দলে দলে এলো স্থানীয় তরুণ কবির দল। তারা চলে গেলে রাতের খাবার শেষে দুই কবি বসে গেলেন অপার্থিব এক রাত্রিকে পাহারা দিতে।

প্রায় সারারাত দুজনের সপ্রাণ আড্ডা সোনালি শিশির জলে ভিজে ভিজে হিরণ¥য় এক আলোর চাতাল সৃষ্টি করছিল যেন। জোহরা ভাবি ও আমি কিছুক্ষণ তাঁদের সঙ্গী হয়ে পাশে বসি। গ্লাসে ঠোঁট রাখি কিছুক্ষণ। বাকি সময় আমি আর ভাবি পাশের কক্ষে গারো মেয়েদের ড্রেস পরে ওদের মতো নাচের রিহার্সাল দিচ্ছি আর নানা মুদ্রায়, ভঙ্গিমায় ছবি তুলছি দুজনে মিলে। মাঝে মধ্যে দুই কবিকে যুক্ত করছি সেই সব অতুলনীয় ছবির 888sport sign up bonusমজ্জায়। এভাবেই ভোরের আভা চোখে-মুখে জড়িয়ে ঘুমাতে গেলাম কিছুক্ষণের জন্যে। আমাদের পাশেই সেদিন শুয়ে ছিল অচঞ্চল পাহাড়ি নদী শান্তির সোমেশ্বরী – সে এক বিবসনা, মনোহারি রাত ছিল আমাদের জন্যে।

পরদিন স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে একাডেমির মূল মঞ্চে কবিকে সংবর্ধনা দেওয়া হলো গারো টুপি ও উত্তরীয় পরিয়ে।

নেত্রকোনা, দুর্গাপুর ও বিরিশিরি গ্রামের গারো, হাজং, বাঙালি – সকলেই উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। পরে একাডেমির 888sport live chatীরা কবির 888sport app download apk থেকে আবৃত্তি করলো এবং নাচ-গানে শেষ হলো তিন ঘণ্টাব্যাপী কবির সংবর্ধনা অনুষ্ঠান।

পরদিন স্থানীয় তরুণ কবিরা কবিকে নিয়ে যেমন আলাদা একটি 888sport app download apk পাঠের আয়োজন করছিল, তেমনি সোমেশ্বরী-তীরবর্তী দুর্গাপুরের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো কবিকে ঘুরিয়ে দেখিয়েছিল তারা।

বিরিশিরি গ্রামের দুর্গাপুর উপজেলায় ১৯৪২-৪৩ সালে কমরেড মণি সিংহের নেতৃত্বে সংঘটিত হয়েছিল টংক আন্দোলন। ১৯৪৬-৪৭ সালে তাঁর নেতৃত্বে তেভাগা আন্দোলন শুরু হয়ে পরে সে-আন্দোলন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছিল।

বলা বাহুল্য যে, বাংলার কৃষকদের অধিকার আদায়ের একটি অন্যতম আন্দোলন ছিল এই টংক আন্দোলন। এই আন্দোলনে শহিদ হয়েছিলেন বিপ্লবী নেত্রী, হাজং মাতা রাসমণি হাজং। তাঁর মহান এই আত্মত্যাগে নির্মিত 888sport sign up bonusসৌধ দেখে রাহমান ভাই সেদিন একাডেমিতে ফিরেছিলেন সন্ধ্যা নাগাদ। অতঃপর আড্ডা, আড্ডা, যে-আড্ডা ছিল কবিদের রক্তে ও হৃদয়ে।

পরের দিন ফেরার পালা।

সোমেশ্বরী নদীর বিখ্যাত মহাশোল মাছ বহু কষ্টে সংগ্রহ করালেন রফিক আজাদ। সঙ্গে গোল বেগুন ভাজা, সবজি-ডাল এবং রাহমান ভাইয়ের প্রিয় মহিষের দুধের দই, নেত্রকোনার বালিশ মিষ্টি আর মুক্তাগাছার মণ্ডার স্বাদ জিহ্বায় জড়িয়ে দিনাদিন আমি পুনরায় রাহমান ভাই-ভাবি এবং নয়নাকে সঙ্গে নিয়ে 888sport appর উদ্দেশে রওনা হলাম। পেছনে পড়ে রইলেন কবি রফিক আজাদ, আমার অস্তিত্বের সারাংশ।

আরো পেছনে ফেলে এলাম কবির কাতর দুই নয়ন এবং আমার সিংহাসনতুল্য কবির হৃদয়। গ্রাসাচ্ছাদনের দায় ও দায়িত্ব নিয়ে যে-হৃদয়খানি বিরিশিরি পর্বে নির্বাসিত ছিল প্রায় ছয়টি বছর।

দুই : কাব্য মূল্যায়ন

বাংলা ভাষা ও কাব্য 888sport live footballের ধারায় 888sport appsের 888sport app download apkয় নতুন এক নাগরিক রুচি ও কাব্য-উন্মাদনা সৃষ্টি করেছিলেন কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬)।

১৯২৯ সালের ২৩ অক্টোবরে জন্মেছিলেন তিনি ব্রিটিশ ভারতীয় নাগরিক হিসেবে।

শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ২০০৬ সালের ১৭ আগস্ট, জাতীয় শোকাবহ মাসে।

মৃত্যুকালে তিনি পাকিস্তানের নাগরিকত্ব অতিক্রম করে সদ্য ভূমিষ্ট অনন্য এক দেশ 888sport appsের সম্মানিত একজন নাগরিক।

শুধু তাই নয়, ইতোমধ্যে বাংলা 888sport app download apkর সমকালীন পাঠক হৃদয়ে কাব্যবিজয়ী প্রধান কবি হিসেবে  তিনি তুমুল জনপ্রিয়তার শীর্ষেও ছিলেন। 888sport apps ও আধুনিক বাংলা 888sport live footballের প্রধান কবি হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছিলেন তিনি দুই বাংলাতেই।

বিভাগোত্তর রাজনৈতিক সংগ্রাম ও আধুনিক 888sport live chat-888sport live footballের ইতিহাস তাঁকে নির্মাণ করেছিল বাংলা 888sport app download apkর বাঁক বদলের নতুন এক বিন্যাসে। সেখানে তিনি 888sport app download apkর রাজপুত্র হিসেবে নন্দিত ছিলেন।

তিরিশোত্তর বাংলা 888sport app download apkর পরবর্তী ধারাবাহিকতা বিবেচনায় 888sport appsের 888sport app download apkয় চল্লিশ ও পঞ্চাশের দশক-দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

চল্লিশ দশকের কবি আবুল হোসেন, সিকান্দার আবু জাফর, আবদুল গণী হাজারী, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান, তালিম হোসেন এবং সর্বোপরি কবি আহসান হাবীবও কাব্যানুশীলনে যথাযথ সক্রিয়। এই পর্বে কবি আহসান হাবীব ছিলেন প্রগতিশীল ধারার অন্যতম  আধুনিক কবি।

পঞ্চাশের দশকের সময়পর্বে আমরা পেয়েছি বেশ কজন কবি। তাঁদের মধ্যে উল্লেখ্য কবি আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুস সাত্তার, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, ওমর আলী, ফজল শাহাবুদ্দিন, শহীদ কাদরী, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হাসান হাফিজ। এঁরা প্রত্যেকেই অবিভক্ত বাংলায় কলকাতাকেন্দ্রিক পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেছিলেন প্রথমে। আধুনিক 888sport app download apkর অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 888sport app download apk পত্রিকায়। ‘রূপালি স্নান’ 888sport app download apkটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন।

তবে এ-কথা বলা যায় যে, পঞ্চাশের দশকের শামসুর রাহমানের সতীর্থ কবিদের মধ্যে আল মাহমুদ, কবি শহীদ কাদরী এবং সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হককে পেয়েছি আমরা 888sport app download apkর বিষয় ভাবনা ও প্রকরণের অভিনব বিন্যাসে।

এই কবিত্রয় বিষয় ভাবনা ও প্রকরণ তথা শব্দ-ছন্দ-গুণে 888sport app download apkয় নিজস্ব একটি পৃথক কণ্ঠস্বর সৃষ্টি করেছেন, যা সারস্বত পাঠকহৃদয়কে আলোড়িত করেছে নিবিড়ভাবে।

888sport appsের 888sport app download apkয় প্রথম নাগরিক কবি হিসেবে শামসুর রাহমান খ্যাতিমান হলেও প্রকৃতি ও নিসর্গের নির্মল সৌন্দর্যের কথা অবলীলায় উঠে এসেছে তাঁর 888sport app download apkয় ব্যবহৃত ভাষা-ছন্দ ও অলংকারে। বিশেষভাবে উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্প অলংকার ব্যবহারে তিনি ফুটিয়ে তুলেছেন প্রকৃতি ও নিসর্গের শাশ্বত সৌন্দর্যের অপরূপ কিছু ছবি।

একজন সমাজসচেতন কবি হিসেবে তাঁর সমকালের জীবনসংগ্রাম, রাজনীতি, অর্থনীতি, ভাষা ও 888sport live chat-সংস্কৃতির প্রতিটি পর্যায়ে সংঘটিত ঘটনা পরম্পরা ইতিহাসকে তিনি লিপিবদ্ধ করেছেন প্রায় সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ইতিহাসবিদের মতো। পার্থক্য শুধু গদ্যের পরিবর্তে তিনি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন কাব্যভাষাকে। এজন্যে তাঁকে ঐতিহাসিক কবিও বলা চলে।

বিভাগোত্তর (১৯৪৭) পূর্ব পাকিস্তান থেকে 888sport apps হয়ে ওঠার প্রতিটি ঐতিহাসিক 888sport app download for androidীয় ঘটনাকে কেন্দ্র করে তিনি 888sport app download apk রচনা করেছেন, যা তাঁর সমসাময়িক অন্য কোনো কবির ক্ষেত্রে 888sport app download apkয় এমন ধারাবাহিক রচনা আমরা পাইনি। এমন নয় যে, তা শুধুই বিবৃতিমূলক।

এ-জাতীয় অধিকাংশ 888sport app download apkই রসোত্তীর্ণ বা কালোত্তীর্ণ বলে যে-কোনো কাব্য-সমালোচক রায় দেবেন বলেই বিশ্বাস করি বাংলা 888sport live footballের একজন ছাত্রী ও শিক্ষক হিসেবে।

বাহান্নার ভাষা-আন্দোলনের পটভূমিতে বাংলা ভাষাকে যখন রোমান হরফে লেখার প্রস্তাব আসে, ক্ষোভে-দুঃখে তিনি রচনা করেন ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামে কালজয়ী সেই 888sport app download apk।

888sport appsের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন কারাগারে তখন তাঁকে উদ্দেশ করে রচনা করেন অসাধারণ 888sport app download apk ‘টেলেমেকাস’, যা তিনি লিখেছিলেন ১৯৬৬ কিংবা ১৯৬৭ সালের দিকে।

১৯৬৯ সালে বিক্ষুব্ধ ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে শহিদ হন 888sport app বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত ছাত্রনেতা আসাদ।

আসাদের গায়ের সেই রক্তমাখা শার্টকে পতাকায় রূপান্তর করে যে-উত্তাল মিছিল প্রদক্ষিণ করেছিল রাজপথ, তার ফলে দেশব্যাপী সংঘটিত হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। সে-ঘটনা প্রত্যক্ষ করেই কবি লিখলেন ‘আসাদের শার্ট’ নামে সেই কালজয়ী 888sport app download apk।

শহিদ আসাদের মৃত্যুর পরই প্রতিবাদী মানুষের বাঁধভাঙা জোয়ার নামে 888sport appসহ সারাবাংলার রাজপথে। সংঘটিত হয় ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সংঘটিত হলো নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধ।

মহান একাত্তরের স্বাধীনতাযুদ্ধ শুরু হলে বিপন্ন কবি শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও 888sport app পত্রিকায় 888sport app download apk লিখেছেন। এই সময়ে তার বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কলকাতা থেকে।

যে-কাব্যে 888sport appsের স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত তাঁর দুটি 888sport app download apk জনচিত্তকে গভীরভাবে আলোড়িত করেছে এবং জয় করে নিয়েছে আপামর জনতার হৃদয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাড়াতলী গ্রামে। এপ্রিলের প্রথমদিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত 888sport app download apk ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। একটি দেশ ও জাতির সর্বস্তরের জনগণ যখন তার স্বাধীন ভূখণ্ডের জন্যে জীবন বাজি রেখে অস্ত্রহাতে লড়ে যাচ্ছে রণাঙ্গনে, সেই পরাক্রান্ত পটভূমিকায় সময়োপযোগী এই 888sport app download apk-দুটি মূলত সাধারণ মানুষ আগ্রহভরে গ্রহণ করেছে। কবির হৃদয়ের সঙ্গে সর্বস্তরের মানুষের হৃদয়ে মেলবন্ধন যেন ঘটে গেছে সেই মুহূর্ত থেকে।

কবি যে-মুহূর্তে বলেন, ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা,/ সকিনা বিবির কপাল ভাঙলো,/ সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর’, তখন আর বুঝতে বাকি থাকে না যে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ছিল অসাম্প্রদায়িক চেতনা। সেই অসাম্প্রদায়িক চেতনার জয়গানে মথিত হয়ে আছে যেন এই 888sport app download apk।

একইভাবে ছয় মাত্রার মাত্রাবৃত্তে রচিত ‘স্বাধীনতা তুমি’ 888sport app download apkটিতে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অস্তিত্বের ডাক যেন শুনতে পাই আমরা অনায়াসে।

স্বাধীনতা তুমি

রবিঠাকুরের অজর 888sport app download apk, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি

কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা –

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে অমর 888sport cricket BPL rateে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা

স্বাধীনতা তুমি

পতাকা-শোভিত শ্লে­াগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি

ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে মধ্যপুতকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা তুমি

মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা তুমি

অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

এমন কি স্বাধীনতা-পরবর্তী সময়ে শামসুর রাহমান ১৯৮৭ সালে এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।

১৯৮৭ থেকে পরবর্তী চার বছরের প্রথম বছরে তিনি ‘শৃঙ্খল মুক্তির 888sport app download apk’, দ্বিতীয় বছরে ‘স্বৈরাচারের বিরুদ্ধে 888sport app download apk’, তৃতীয় বছরে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 888sport app download apk’ এবং চতুর্থ বছরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে 888sport app download apk’ রচনা করেন। কেন?

জাতীয় চেতনার উন্মেষকালে কোনো কবি কি নীরব থাকতে পারেন?

পারেন না বলেই ১৯৯১ সালে এরশাদের পতনের পর লেখেন ‘গণতন্ত্রের পক্ষে 888sport app download apk’।

অসাম্প্রদায়িক চেতনা ও জনমানুষের প্রতি অপরিসীম মানবতাবোধ সর্বদা তাঁর চেতনায় প্রবাহিত ছিল, যে মানবতাবোধের উজ্জীবনে একজন মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠেন, দেশ হয়ে জন্মান নতুন করে।

তখন তিনি দেশ, জাতি, সমাজ ও গণমানুষের প্রতি দায়বদ্ধ হয়ে পড়েন না চাইলেও।

অর্ধেক 888sport promo code এবং অর্ধেক ঈশ্বরের দেখা পান যখন তিনি, তখনই তিনি হয়ে ওঠেন অলৌকিক এক অর্ধ888sport promo codeশ্বর।

যাকে আমরা বলি কবি ও দ্রষ্টা।

কবি শামসুর রাহমান ছিলেন কবি ও দ্রষ্টা।

বাংলা ভাষা ও 888sport live football যতদিন টিকে থাকবে কবি শামসুর রাহমানও উপস্থিত থাকবেন তাঁর কালজয়ী পঙ্ক্তিমালায়।