সুহিতা সুলতানা
অদ্ভুতভাবে হেলে পড়েছে বিবেক
চেয়ে দেখি কারো মাথা নেই! শূন্যতা
দৌড়ে বেড়াচ্ছে চারদিক। মানুষ মরে
গেলে কিছুই থাকে না। অমরত্ব মৃত্যুর
চেয়েও ভয়ংকর ফাঁপা বেলুনের মতো!
আগুন মেলে দিয়েছে ডানা। বরফের
নিরপেক্ষতা চিরকাল একই রকম!
কম্পাসের কাঁটা ঘুরে গেলে জীবনও
দিকহীন অসাড় পড়ে থাকে। এই যে
অপক্ষমতার চাপে পড়ে ইতিহাস
ঘুরে দাঁড়ায়, ভেঙে পড়ে মেরুদণ্ড
ছুটতে থাকে ধর্মান্ধরা! জীবন কি
আসলে? মুহূর্তগুলো বিশ্বযুদ্ধের দিকে
মুখ করে বসে আছে। শেষমুহূর্ত বলে
কি কিছু আছে? এসব মতানৈক্যের
মধ্যে কখনো কখনো উদ্বেগ খেয়ে
ফ্যালে প্রেম, সংকট, সময়, মায়া,
দক্ষতা, 888sport sign up bonus ও অপেক্ষা নিয়ে বসে
আছে প্রস্থান পথের দিকে
অতএব আরম্ভ আছে শেষ নেই
জল নেই সাদা সাদা হাওয়া
মোহাম্মদ হোসাইন
বুঝতে পারছি আজ বৃষ্টি হবে না
আকাশ বেশ কড়কড়ে
বাতাসে তেমন হাওয়া নেই
কী যে হচ্ছে আজকাল!
সবকিছু সাদা সাদা হাওয়া হাওয়া …!
যার কাছে যাই যেখানেই যাই
শুধু ভূতের গন্ধ মুতের গন্ধ
বৃক্ষগুলো গাছের মতো দাঁড়িয়ে আছে
সেই কবে থেকে …!
বাতাস নেই কেবল সাদা সাদা হাওয়া …
প্রাণ জুড়ায় না!
তোমাকে দেখলাম মেঘ নেড়েচেড়ে দিচ্ছ
জল কি আছে তোমার বুকে? নরম শীতল জল!
দেবে এক ফোঁটা জল আমায় …!

Leave a Reply
You must be logged in to post a comment.