কলকাতায় ফেসবুক-বন্ধুদের সম্মিলিত প্রদর্শনী

kolkatai-facebook-bandhu

জাহিদ মুস্তাফা

নতুন প্রযুক্তির নতুন-নতুন উদ্ভাবনের এ-যুগে ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমের শক্তি অতিক্রম করে ডিজিটাল মিডিয়া হয়ে উঠেছে মানুষে-মানুষে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ফেসবুক বিশ্বব্যাপী কতটা জনপ্রিয় তা বলা বাহুল্য। সৃজনশীল মানুষও এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সৃজন ছড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে।

এমনই এক 888sport live chatীদলের আবির্ভাব ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মধ্য দিয়ে, যার মূল কেন্দ্রে আছেন 888sport appsের কয়েকজন 888sport promo code888sport live chatী। ফেসবুকের মাধ্যমে পরিচয়, অতঃপর যোগাযোগ। নানা দেশের 888sport promo code888sport live chatীরা তাঁদের চিত্রকর্ম নিয়ে হাজির হয়েছিলেন কলকাতায়। তাঁদের কাজ নিয়ে প্রদর্শনী হলো কলকাতায় বিড়লা অ্যাকাডেমিতে। ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে ‘এক্সপ্রেশন্স-১৩’ নামে এ-প্রদর্শনী চলে ছয় দিনব্যাপী। এর যৌথ আয়োজক ছিল কলকাতার এক্সপ্রেশন্স। কিউরেটর ছিলেন 888sport live chatী জয়ন্ত খান।

888sport appsের কয়েকজনসহ কলকাতা ও ভারতের বিভিন্ন অঞ্চলের 888sport promo code888sport live chatী এবং যুক্তরাষ্ট্র ও রুশ প্রজাতন্ত্রের 888sport promo code888sport live chatীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল এ-আয়োজন। বিভিন্ন মাধ্যমে বিচিত্র রূপের মাধুরী মিশিয়ে 888sport live chatীরা তুলে ধরেছেন তাঁদের চিত্রকর্ম। 888sport live chatী ও দর্শকের ভিড়ে প্রদর্শনীর ছয় দিনে জমজমাট আয়োজনে মুখর ছিল বিড়লা অ্যাকাডেমি প্রাঙ্গণ।

প্রদর্শনীতে অংশ নেওয়া 888sport live chatীরা হলেন – নাসরীন বেগম, নাইমা হক, ফারেহা জেবা, কনক চাঁপা চাকমা, এলহাম হক খুকু, আফরোজা জামিল কঙ্কা, দিলরুবা লতিফ, ফারজানা রিপা, শামিম সুব্রানা, বিপাশা হায়াত, সামিনা এম করিম, মার্গি বেথ লাবাদি, জয়িতা মুখার্জি, আনা নেজভেৎনোভা, জুলিয়া স্মিরনোভা, নাতালিয়া বাহুসেভিচ, অর্পিতা রেড্ডি, জয়লক্ষ্মী, বিদুলানাথ বসু, চন্দনা খান, ডানা ঘোষ, দীপ্তি চক্রবর্তী, হেতাল শাহ্, জাসকানওয়ালজিৎ কাউর, ঝর্ণা সান্যাল, কাবেরী ব্যানার্জি, নির্মলা দত্ত, নিবেদিতা সেন, পুনম রানি, রাজনন্দিনী, রিনা রায়, শায়লা কাপুর, সোনালি চৌহান, শ্রাবমত্মী জুলুরি, শুভল ভার্মা, সুচিত্রা সিং, সুদত্তা রায়, সুলোচনা সারস্বত, স্বর্ণালী পাল, সঞ্চিতা পাল, শালিনী সনি মজুমদার, তমালিকা ঘোষ ও বাণী চাওলা।

888sport live chatীরা ছবি এঁকেছেন নানা মাধ্যমে। ক্যানভাসে, কাগজে তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও মিশ্র রঙে। কেউ-কেউ ভাস্কর্যও গড়েছেন। বেশিরভাগ 888sport live chatীর কাজ অবয়ব ও ফিগরকেন্দ্রিক। কয়েকজন 888sport live chatী বিমূর্ত ধরনের ছবি এঁকেছেন। সবমিলিয়ে কাজগুলো প্রদর্শনীকে বৈচিত্র্যময় করেছে।

ক্যানভাসে ডিজিটাল ইমেজে বিশ্বাসী সময়ের ছবি এঁকেছেন আমেরিকান 888sport live chatী মার্গি বেথ লাবাদি। অবয়বকে ফুল-পাতায় আড়াল করে মজাদার কম্পোজিশন রচনা করেছেন জয়িতা মুখার্জি। আনা নেজভেৎনোভা বাংলা শব্দ ‘আমার’ অবলম্বণে নির্মাণ করেছেন স্থাপনা। ক্যানভাসে তেলরঙে রুশ888sport live chatী জুলিয়া স্মিরনোভা নগরকেন্দ্র এঁকেছেন। বেশি রঙে স্পেচুলা চালিয়ে ছবি আঁকায় বেশ দৃষ্টিনন্দন হয়েছে তাঁর কাজ। নাতালিয়া বাহুসেভিচ গরুসহ এক বালকের অবয়ব এঁকেছেন। অনুরূপ 888sport appsের 888sport live chatী এলহাম হক খুকু গৃহকর্ম-সুনিপুণা বঙ্গললনারাও যে গৃহপালিত গরুর পরিচর্যায় অংশগ্রহণ করেন, সে-ছবি তুলে ধরেছেন।

888sport appsের 888sport live chatী নাসরীন বেগম ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে মা ও শিশুর দৃষ্টিনন্দন ছবি এঁকেছেন। নাইমা হক ক্যানভাসে রং লেপে ম্যাচের কাঠি দিয়ে কম্পোজিশন রচনা করেছেন। ফারেহা জেবা লাতিন আমেরিকান 888sport live chatী ফ্রিদা কাহ্লোর অনুসারী 888sport promo codeবাদী চিত্রকর। 888sport promo codeকে পরির সাজে সাজিয়ে ফুলের সঙ্গে তুলনা করে এক ধরনের পণ্য বানানোর যে-প্রক্রিয়া দেশে-দেশে চলে, সে-চিত্র তুলে ধরেছেন তিনি ‘মাঞ্চকিন’ শিরোনামের ছবিতে।

কনক চাঁপা চাকমা তাঁর স্বকীয় ধরনে এঁকেছেন এক বৌদ্ধভিক্ষুর উপাসনার ছবি। আফরোজা জামিল কঙ্কা ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে এঁকেছেন ফুলসহ অ্যাসিডদগ্ধ 888sport promo codeর অবয়ব। সভ্যতার উন্নতি হয়েছে, তবে অমানবিকতা থেকে আমরা যে মুক্ত হতে পারিনি, সে-তথ্য আমরা পেয়ে যাই এই চিত্রে। দিলরুবা লতিফ এঁকেছেন ‘যন্ত্রণা’ শিরোনামে ফ্যান্টাসিনির্ভর ছবি। জাগতিক যন্ত্রণার ইঙ্গিত থেকে মধুর কল্পনার বাহনে চড়ে দূরযাত্রায় অসীমের সন্ধান করেছেন 888sport live chatী। শামিম সুব্রানা ও বিপাশা হায়াত বিমূর্তরীতিতে এঁকেছেন যথাক্রমে গঠন ও ধ্রম্নপদী প্রেমের 888sport app download apkর 888sport sign up bonus। তাঁরা রঙের দ্যোতনায় চিত্রপটকে সাজিয়ে তোলেন নিজের ভাবনায় নিজের মতো করে। শৈশব888sport sign up bonus এঁকেছেন ফারজানা রিপা। পদ্মফুল, পাতা, কাগজের নৌকা, পাতলা কাগজের নিশান এসবের সঙ্গে বধূবেশী এক 888sport promo codeর দূরাগত দৃষ্টি মিলিয়ে একটি গল্পের প্রেক্ষিত তৈরি করেছে এ-চিত্রকর্ম। সামিনা এম করিম প্রদর্শনীতে অংশ নিয়েছেন ‘888sport promo code’ শিরোনামে মৃৎ888sport live chat মাধ্যমের ভাস্কর্য দিয়ে। এতেও যেন একটা 888sport promo codeজীবনের গল্প বিদ্যমান।

ভারতীয় 888sport live chatীদের আঁকা বিষয়বস্ত্তর মধ্যে দেখা যাচ্ছে হিন্দুধর্মের দেবদেবী ও পুরাণকেন্দ্রিক চরিত্র বেশি জায়গাজুড়ে আছে এখনো। অর্পিতা রেড্ডি, বিদুলানাথ বসু, দীপ্তি চক্রবর্তী ও শালিনী মজুমদারের কাজে এ-বিষয়টি উঠে এসেছে। যেমন দীপ্তি চক্রবর্তী এঁকেছেন দেবী দুর্গার ছবি।

অবয়ব, পরিবার, সখী-পরিবৃতা হয়ে আড্ডা ও প্রকৃতি তাঁদের প্রিয় কয়েকটি বিষয়। যেমন টেম্পেরা মাধ্যমে কুয়াশাচ্ছন্ন আবহে এক পরিবারের ছবি এঁকেছেন নিবেদিতা সেন। 888sport live chatী রিনা রায় প্রাচ্য ঘরানায় এঁকেছেন রূপসজ্জা-কক্ষ। পাঁচ 888sport promo code888sport live chatীর রূপসজ্জার ঘরোয়া দৃশ্য ফুটে উঠেছে এতে। 888sport live chatী সুদত্তা রায়ের আঁকা চন্দ্রালোকে 888sport promo codeবিন্যাস ও উপস্থাপনগুণে দর্শকের সমীহ আদায় করে নেওয়ার মতো কাজ। সাবেক মিস কলকাতা বাণী চাওলা ফুলবাগানের আবহে দীর্ঘগ্রীবা সারসের ছবি এঁকেছেন। ডানা ঘোষ এঁকেছেন পাহাড়ি জলাভূমির ছবি। ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে চন্দনা খান এঁকেছেন বসন্তের বর্ণিলতা। লিনোকাট মাধ্যমের ছাপচিত্র এঁকেছেন পুনম রানি। পোস্টকার্ডে মিশ্রমাধ্যমে চারটি রেখাচিত্র এঁকে ‘ইউটোপিয়া’ শিরোনাম দিয়েছেন হেতাল শাহ্। প্রদর্শনীতে ডিজিটাল ফটোপ্রিন্ট নিয়ে অংশগ্রহণ করেছেন আলোকচিত্রী রাজনন্দিনী ও জাসকানওয়ালজিৎ কাউর।

এই 888sport live chatীদল দুদিনের 888sport slot gameে গিয়েছিল শান্তিনিকেতনে। কলাভবনে 888sport live chatশিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে তাঁরা মতবিনিময় এবং বিভিন্ন 888sport live chatীর স্টুডিও পরিদর্শন করেছেন। সাফল্য এ-আয়োজনের সবচেয়ে বড় সাফল্য – নানা দেশের 888sport promo code888sport live chatীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ হওয়া, মতবিনিময় এবং পরস্পরের সঙ্গে সৃজনশীল যোগাযোগের জায়গা তৈরি করা। প্রাথমিক এ-পর্বটি তাঁরা সাফল্যের সঙ্গেই সমাপ্ত করেছেন। উদ্যোক্তা888sport live chatীদের মাধ্যমে জানা গেল, এমন আয়োজন ভবিষ্যতেও হবে নানা দেশে।

কলকাতার বিড়লা অ্যাকাডেমিতে এ-প্রদর্শনী চলেছে গত ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত। r