কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd ২০১৯

ঐ নূতনের কেতন ওড়ে

‘তারুণ্যের একটি শক্তি আছে, সব বাধায় পথ কেটে তারুণ্য সামনের দিকে অগ্রসর হয়। এই শক্তিকে সংবর্ধিত করা প্রয়োজন। এ বোধ থেকেই তরুণ লেখকদের 888sport app download bdের জন্য বাছাই করা হয়েছে।’ কথাগুলো বলেছেন কালি ও কলমের সম্পাদকম-লীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গত ৪ জানুয়ারি ২০২০, শনিবার, ধানমন্ডির বেঙ্গল 888sport live chatালয় মিলনায়তনে আয়োজিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd-২০১৯’-এ সভাপতির ভাষণদানকালে তিনি এ-কথা বলেন।
কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দেশে যতগুলো 888sport app download bd আছে, সেগুলোর মধ্যে এটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বিভিন্ন বছর যাঁদের আমরা পুরস্কৃত করেছি, পরে তাঁরা ভালো করেছেন। এতে বোঝা যায়, আমরা কবি ও লেখক বাছাই করতে ভুল করিনি। এবার যাঁরা 888sport app download bd পেলেন, তাঁদের লেখায় তথ্য সংগ্রহের বিপুলতা আছে, ভাষার কারুকাজ আছে, অনুভূতির বিচিত্রতা আছে। এই সব মিলে যাঁরা পুরস্কৃত হলেন, আশা করি তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, তাঁরা আরো সম্মান লাভ করবেন।’
888sport live football 888sport live chat ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে ‘তরুণ কবি ও লেখক 888sport app download bd’ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে দ্বাদশবারের মতো এ-888sport app download bd প্রদান করা হয়। 888sport app download bd অর্জন করেন – 888sport app download apk বিভাগে জলপরিদের দ্বীপে গ্রন্থের জন্য হানযালা হান; কথা888sport live footballে লালবেজি গ্রন্থের জন্য কামরুন নাহার শীলা; 888sport live, গবেষণা ও নাটক শাখায় সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য ফয়সাল আহমেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও 888sport live football শাখায় মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসা সহায়তা গ্রন্থের জন্য চৌধুরী শহীদ কাদের।
যুগে যুগে নবীনরা সমাজে গতানুগতিক ধারাকে ভেঙে নতুন সমাজ নির্মাণের পথে এগিয়েছে। রাষ্ট্র, সমাজ, জাতি সর্বত্র ন্যায়নিষ্ঠার অনির্বাণ আলো জ্বেলেছে। একটি জাতির শিক্ষা, সংস্কৃতি এগিয়ে নেওয়ার ভারও সানন্দে নিজ কাঁধে তুলে নিয়েছে তরুণরা। সেই তরুণদের 888sport live footballচর্চাকে গতিশীল ও বেগবান করার লক্ষ্য নিয়ে মাসিক পত্রিকা কালি ও কলম প্রবর্তন করেছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd’।
পৌষের বিকেলে এ-আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা888sport live footballিক সেলিনা হোসেন। সম্মানীয় অতিথি ছিলেন বিশিষ্ট চিত্র888sport live chatী রফিকুন নবী এবং নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। কালি ও কলমের সম্পাদকম-লীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানমঞ্চে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক আবুল খায়ের এবং সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক এবং কালি ও কলম সম্পাদকম-লীর সদস্য লুভা নাহিদ চৌধুরী।
তরুণদের সৃজনশীলতাকে উজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ২০০৮ সালে প্রবর্তন করা হয় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd’। সে-বছর দুটি বিভাগে (888sport app download apk এবং 888sport live গবেষণা ও নাটক) এ-888sport app download bd প্রদান করা হয়। ২০০৯ সালে বিভাগ বেড়ে দাঁড়ায় তিনটি (888sport app download apk; কথা888sport live football এবং 888sport live গবেষণা ও নাটক)। ২০১০ সালে যোগ করা হয় আরো দুটি বিভাগ (888sport app download apk; কথা888sport live football; 888sport live গবেষণা ও নাটক; মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও 888sport live এবং শিশু-কিশোর 888sport live football)। ফলে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচটি বিভাগেই বই চাওয়া হয়। মাঝে ২০১৪ সালে তিনটি বিভাগে বই চাওয়া হলেও ২০১৫ সাল থেকে ফের পাঁচটি বিভাগেই 888sport app download bd দিয়ে আসছে কালি ও কলম। প্রতিটি বিভাগে 888sport app download bd বিজয়ীকে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লুভা নাহিদ চৌধুরী। তিনি ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bdে’র বিচারকম-লী প্রাবন্ধিক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি অধ্যাপক মাহবুব সাদিক এবং কথা888sport live footballিক ইমদাদুল হক মিলনকে সবিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আগামী ১ ফাল্গুন কালি ও কলম ১৭ বছরে পদার্পণ করবে। এ-উপলক্ষে পত্রিকাটি বিশেষ 888sport free bet প্রকাশ করছে।’ ২০১৯ সালে পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগে 888sport app download bd প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর শিশু888sport live footballে 888sport app download bd দেওয়ার মতো পা-ুলিপি পাওয়া যায়নি। তাই বিচারকদের সিদ্ধান্ত অনুসারে এ-বছর এ-বিভাগে কাউকে পুরস্কৃত করা হয়নি।’
লুভা নাহিদ চৌধুরীর বক্তব্যশেষে বিচারকম-লীর পক্ষে 888sport app download bd বিজয়ীদের নাম ঘোষণা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। পরে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া এ-888sport app download bd নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ২০১৯ সালের বিজয়ীদের উদ্দেশে শংসাবচন পাঠ করেন অধ্যাপক মাহবুব সাদিক ও কথা888sport live footballিক ইমদাদুল হক মিলন।
শংসাবচন পাঠশেষে বক্তব্য রাখেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। তিনি বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশনের অনেকগুলো কাজের অন্যতম হচ্ছে কালি ও কলম প্রকাশ। গত ১৬ বছর ধরে কালি ও কলম ঠিক সময়ে প্রকাশের জন্য আমার অনেক কষ্ট কমে যায়।’ এ-সময় তিনি কালি ও কলমের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে পত্রিকাটির সম্পাদকম-লীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, সম্পাদকম-লীর সদস্য লুভা নাহিদ চৌধুরীসহ সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নানা কারণে বর্তমানে অনেক কাজ করতে গিয়ে তাঁকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, তবে তিনি তাঁর স্বপ্ন থেকে সরে আসবেন না, ক্ষুদ্রপরিসরে হলেও তা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠানের সম্মানীয় অতিথি আসাদুজ্জামান নূর এমপি তাঁর বক্তব্যের শুরুতেই কালি ও কলমের এ আয়োজনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংস্কৃতি অঙ্গনে কাজ করতে গিয়ে বহু গুণী মানুষের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়েছে। তাঁদের সান্নিধ্য তাঁকে করেছে অনুপ্রাণিত ও জ্ঞানের আলোয় আলোকিত। কালি ও কলম-প্রবর্তিত তরুণ কবি ও লেখক 888sport app download bd নতুনদের স্বীকৃতিদানের পাশাপাশি তাদের পথচলাকে আরো বেগবান করবে বলে তিনি উল্লেখ করেন।
অপর সম্মানীয় অতিথি বিশিষ্ট চিত্র888sport live chatী রফিকুন নবী বলেন, 888sport live footballের সঙ্গে চিত্রকলার যে গভীর সম্পর্ক তা কালি ও কলম পত্রিকা দেখলেই অনুধাবন করা যায়। এ-পত্রিকার বিভিন্ন লেখায় নানা 888sport live chatীর অলংকরণ পত্রিকাটিকে আরো সমৃদ্ধ করছে বলে তিনি উল্লেখ করেন। 888sport app download bdপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে কালি ও কলমের এ-প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিনা হোসেন ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে কালি ও কলমের এ-888sport app download bd প্রদান একটি বিশেষ ঘটনা উল্লেখ করে বলেন, ‘এ রকম 888sport app download bd মানুষকে নানাভাবে অনুপ্রাণিত করে। তরুণ লেখকেরা এ-888sport app download bd পেয়ে বড় মানুষ হয়ে ওঠার যে প্রেরণা পেলেন, তা খুব গুরুত্বপূর্ণ। এমন ক্ষেত্র যাঁরা তৈরি করেছেন, তাঁদের সাধুবাদ জানাই।’ তিনি আরো বলেন, 888sport appsের সকল সংগ্রামে তরুণরা রেখে চলেছে অগ্রণী ভূমিকা। এ-সময় তিনি ১৯৫২ থেকে ১৯৭১ সময়কালে তরুণদের সাহসী ও তেজোদীপ্ত ভূমিকার কথা 888sport app download for android করেন।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। 888sport app download bd বিজয়ী চার নবীন 888sport live footballিকের হাতে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও শংসাবচন তুলে দেন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। আনন্দঘন পরিবেশে 888sport app download bd গ্রহণের পর সংক্ষিপ্তাকারে একে একে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন বিজয়ীরা।
হানযালা হান বলেন, এ-888sport app download bd তাঁর 888sport app download apkচর্চার স্বীকৃতি। ফয়সাল আহমেদ বলেন, 888sport app download bdটি তিনি তাঁর মাকে উৎসর্গ করছেন, যিনি তাঁকে সবসময় 888sport live footballচর্চায় উৎসাহ জুগিয়েছেন। কামরুন নাহার শীলা বলেন, স্বীকৃতি অবশ্যই আনন্দের, আর কালি ও কলম 888sport app download bd সেই আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। চৌধুরী শহীদ কাদের বলেন, কালি ও কলম 888sport app download bd তাঁর গবেষণায় নতুন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত। তিনি বলেন, ষোলো বছর ধরে বিরতিহীনভাবে প্রতিমাসে কালি ও কলম প্রকাশিত হয়ে আসছে, যা যে-কোনো বাংলা 888sport live football পত্রিকার জন্য একটি বিরল ঘটনা। তিনি আরো বলেন, ‘888sport appsের যে-কোনো সংকটকালে এদেশের যুব সম্প্রদায় ও তরুণ লেখকরাই অগ্রণী হয়ে ওঠেন। তাঁদের বিদ্রোহ ও অনুভবশীলতা নতুন পথ নির্মাণ করে। এই বোধকে বিবেচনায় নিয়েই কালি ও কলম হয়ে উঠেছে তরুণদেরও পত্রিকা। প্রতিষ্ঠিত ও প্রবীণ লেখকরাও এই পত্রিকায় মর্যাদার সঙ্গে উপস্থিত।’
ধন্যবাদ জ্ঞাপনের পর শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব – নাট্যজন আসাদুজ্জামান নূর, এমপি তাঁর ভরাট কণ্ঠে একের পর এক 888sport app download apk আবৃত্তি করে মোহময় এক পরিবেশ তৈরি করেন হলজুড়ে। তাঁর আবৃত্তির পর মঞ্চে আসেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের বিদ্যার্থী সেতারবাদক সোহিনী মজুমদার। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন সুপান্থ মজুমদার। তাঁদের দুজনের যুগলবন্দি-বাদনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ-আয়োজনের। ঘড়ির কাঁটা তখন রাত ৮টার ঘর ছুঁইছুঁই।