কিছু কিছু মানুষ

কিছু কিছু মানুষ আছে আলো জ্বালাতে আসেন

একা একটি প্রদীপ হাতে

অসংখ্য প্রদীপ প্রজ্বালনে উৎসাহ জোগাতে আসেন,

স্তূপ স্তূপ অন্ধকারে নিমজ্জিত গাঁয়ের প্রান্তে

কুঁড়েঘরে মাটির প্রদীপে সলতে হতে আসেন

দূর নক্ষত্রের আলো হয়ে অরুন্ধতীর

দ্যুতি হতে আসেন, মানবতার প্রহরী হয়ে

ঘরে ঘরে মানব চিন্তক হতে আসেন;

নিভৃতে গানের পাখি হয়ে দাঁতাল

আঁধারের বিরুদ্ধে গিয়ে মানব সম্পর্ক হয়ে

পাহাড়ি ঝর্না হয়ে শ্যামল দিঘির মতো

সুন্দর অনুভূতি হয়ে প্রেরণার উৎস হতে আসেন।