কিছু কি ঘটবে এরপরও

ক্ষমাহীন এ সময়ে অভিশাপ ছিল তাই সমূহ জুলুম,

এ পাড়া নিষিক্ত রক্তে। দীর্ঘকাল পলাতক ঘুম।

খুব প্রতীক্ষায় ছিল মানুষেরা, এ পাড়া-ও পাড়া,

আসলে কী হলো, সাইনবোর্ড পাল্টে ফেলা ছাড়া!

নিয়তি নির্দিষ্ট যেন কোনোকালে পাল্টাবার নয়

শুধু কাটবে না এই হতচ্ছাড়া জনতার ভয়।

আমাদের চারপাশে বিষণ্নতা, আক্রান্তের মুখ,

না বলা কথার চাপে ভারাক্রান্ত, জটিল অসুখ।

দিন যাচ্ছে সংক্রামিত, ভালোবাসাহীন

কে জানে কখন আসে এ পাড়ায় প্রকৃত সুদিন।

একেকটি লোমহর্ষ ঘটনার স্নায়ু থরোথরো
উৎকণ্ঠা চারিয়ে থাকে, কিছু কি ঘটবে এরপরও?