কুয়াশার সঙ্গে কুয়াশাপ্রেমিক

কুয়াশার এত শোভা, এত রূপ, বিধুন্তুদ! কুয়াশা জানে না!!

নিজের কী ভালো লাগে, উদয়-অস্তরাগে, খুব মধুবন্তী লাগে

         শহরের প্রমিত বাতাস Ñ কুয়াশা বলেনি।

অতিরিক্ত আলোজ্জ্বল রাতে, নিভৃত লণ্ঠন-888sport sign up bonusর সন্ধেগুলো মনে পড়ে কী না

জোনাকি বনের গল্পে, পথ-বিভ্রমে এখনো কোনো আগ্রহ আছে কী না

                           কুয়াশা বলেনি।

সমস্ত স্পেস জুড়ে রহস্যখসড়া…

যট্টুকু চোখে পড়ে ¯েপ্র-করা শীত

অ্যালকোহলিক … সেই তো কুয়াশা, 888sport app download apk-উপযোগী কুরঙ্গগুঞ্জন, শাদা সার্কাস

ভোরের নদীকে ঝাপসা করে দিলেও, মুক্তবাজারে সে মোড়কে পণ্য নয় Ñ

কুয়াশার এই প্রান্তরশীলতা আমাকে আশ্বস্ত করে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়;

মনে হয় যে, পৌষ-মাঘ পেরিয়ে এবার ফাল্গুন-চৈত্রেও আমি কুয়াশাকে পাব

তবে, আমার সঙ্গে উদ্বাহ-সম্পর্কের পর, 888sport app ঋতুতেও সে থেকে যাবে কী না Ñ

কুয়াশা বলেনি, কুয়াশা বলেনি বলেই কুয়াশাপ্রেমিক জানবে না?