বুড়ো তেজি, জেদি আর
তির নয়, বাক্যভরা দ্রোণ
নিয়েছি শরণ।
লিখেছি অনেক কিছু
ঘাসে মুখ
যে-নাড়াটি বাঁধা
তাকে আলগা করেছি গোপন।
কত শব্দ, প্রতি ক্লাসে,
কূট ও কচালি,
এক একটি আচমন শেষে
হাত মুছি,
মুণ্ড ভাঙি কুশদের, কুশলতা তেমন মানি না।
888sport apk download apk latest versionয় নিচু হয় মাথা,
তবু ঈষৎ পক্ব আমি এবং কপট।
শিক্ষা ক্রমবর্ধমান, পত্রপুষ্পে বিগ্রহটি 888sport app
পাঠ নি-ই আর মন্ত্র লিখি,
কীভাবে নাচাব তাকে কামে ও অকামে –
দেবতা ও দেবীদের যেরকম দিয়েছি জড়িয়ে।
অর্ঘ্য দিয়েছি, তার হাত থেকে
নিয়েছি যোদ্ধার দক্ষ বেশ –
এই হাতে মসিপাত্র; এই হাতে আর এক মসি
ছেদ করে গুরু মুণ্ড, দ্রোহী।

Leave a Reply
You must be logged in to post a comment.