কুহক সমাচার

চোখ রাখো গূঢ় সংকেতের দিকে – ভূ-রাজনীতির মতো পাঠ করতে থাকো এই ইঙ্গিত, দুষ্পাঠ্য সময়ের ইশারা – ওই দূরে লাল-নীল যত আলোর গুঞ্জরণ, লিখে রাখো – লিখে রাখো যাবতীয় কুহক সমাচার –

ম্যান্ডোলিন বাজাচ্ছে কেউ – তার

মাথায় নেই রাজমুকুট, নেই দোলনচাঁপার কলি – শুধু আকাশে আকাশে রং, ফেনার প্রবাহের মতো নেমে আসছে সমুচ্চ সুরের নির্ঝর –

এই বিশ্বগ্রামে কোথাও নেই সেন্ট মার্টিন, নেই ইদলিব; সেভেরোদোনেস্ক অথবা মংডৌ কিংবা টোবাগো ও ত্রিনিদাদ –

শুধু গামারি পাতার নিচে, থেকে থেকে ডেকে উঠছে আর্যাবর্তের ঘুঘু –