কৃষ্ণবিবর

অপরূপ তুমি নও, ছিলে না কখনও, তবু ছিল রূপ

এখন ভেতর থেকে বেরিয়ে এসেছে কঙ্কাল

স্যাঁতসেঁতে অন্ধকার উগরে দিচ্ছে

আধিভৌতিক ভীতি

দেখ, ধরিত্রী তাকিয়ে আছে তার সন্ততির দিকে

শূন্যমেঘ আকাশের নির্জনতা বড় বেশি বাক্সময়

সময় স্তব্ধ নয়, তবু স্তব্ধতার কাছে নতজানু

জলার ওপার থেকে মৃত্যু ভেসে আসে

ফড়িঙের ডানায়

কালাকাল জেগে থাকে –

আলো খোঁজে, আলোর নক্ষত্র খোঁজে

কিন্তু তুমি তো কৃষ্ণবিবর, তামস মাদক চারপাশে তাই গুঞ্জন তোলে মাতাল মাছিরা ॥