মাথাচাড়া দিয়ে ওঠে কষ্ট।
দুপুরবেলার উদাস বাতাসে
হঠাৎ পাখির গুঞ্জরণে
খুব মনে হয় যাই পালিয়ে কোথাও।
যাবো কার কাছে?
কার কাছে পাবো রোদের আকাশ
কে দেবে দিঘির জল?
বারুদ-শহরে এখন আমার
নেই কোনো পিছুটান।
হিজল বনের পাখিদের হাটে
অমঙ্গলের আঁধার।
মা, মাগো আমার জন্মভূমি
আমি কোথায় বাড়াবো হাত!

Leave a Reply
You must be logged in to post a comment.