গ্রাস

যে-কোনো পথেই চলি সেসবই তোমার গ্রাস, জানি।

যে-কোনো মধুর শব্দ তোমার চর্বণধ্বনি শুধু।

সমস্ত রক্তের ধারা সব হাহাকার

সে তোমার হাঁ-ভূমিতে জাগানো বিকট বিশ্বরূপ।

তারই মধ্যে ঘূর্ণিঝড়ে পাক খেতে খেতে

নির্বাক কুণ্ডলী হতে হতে

এই পরিক্রমাশেষে আবার পৌঁছতে থাকি

নতুন ভ্রƒণের দিকে

আরো এক গ্রাস প্রতীক্ষায় কেননা তোমার পিণ্ড থেকে আমার কোনোই ত্রাণ নেই।