ঘড়ির বাইরে, চিরদিন

চিরদিন ঘড়ির বাইরে

থাকতে তো চেয়েছি, বন্ধু,

হঠাৎ এমন কী হলো

ঘড়ির ভেতরেই ঢুকে যেতে হবে এই আমাকেই

এখন! বুঝি না জীবনাচার এমনটি

হবে এই ক্ষুদ্র জীবের জীবনে, আর

ধরো যদি এমনটি হয় ঘড়ি স্তব্ধ হয়ে যাবে—

যেতে পারে, কারু পক্ষে সম্ভব হবে না

এর ব্যতিক্রম করা!-

জন্মাবধি ঘড়িকে অবজ্ঞা করে এসে আজ এই

এতোটা দূরত্বে এসে ফের ঘড়ির ভেতরে ঢুকে

যেতে হবে?—চিরদিন ঘড়িহীন এই

জীবনটি তবে শেষাবধি ঘড়ির ভেতরে যেতে

হবে এ-বয়সে, এতোদিন পরে—জীবন সায়াহ্নে

ঘড়িকে অগ্রাহ্য করা সম্ভব হবে না?

আমিও কি তবে সময়েরই দাস-কিন্তু

কথা ছিলো সময়ের বাইরে থাকবো চিরকাল? 31.12.03