লাটিম ঘূর্ণনে ঘুরছি
ভবরঙ্গ তামাশার মঞ্চে।
কেউ কেউ দেখাচ্ছে ম্যাজিক,
কেউ কেউ ধুরন্ধর অভিনয়।
কী আজগুবি সব কারিশমা!
দেখে দেখে উল্টে যায় বোধ,
তালগোল পাকিয়ে শুধুই প্যাঁচ লাগে
ভুলে যাই চৈতন্য, আদি পরিচয়।
অস্থির সময় যেন টেনেহিঁচড়ে
নিয়ে যাচ্ছে অন্ধকার গুহায়।
যাচ্ছি আর হারিয়ে ফেলছি খেই,
খুঁজে দেখি বুকের ভেতর
বাস্তবিক হৃদয় বলে কিছু নেই।
সামনে পেছনে বনঝোপ, নলখাগড়া
পাশঘেঁষে বয়ে গেছে মরা নদী –
ডেকে ওঠে কানাকোয়া,
ডাহুক আর চতুর গাঙচিল!
মাছরাঙা ঠোঁটে চেপে নিয়ে যায় মাছ
কানাবক উড়ে যায় দূরে,
ছুটতে ছুটতে আমি শুধু পড়ে যাই খাদে।
সম্বিত ফিরে এলে
নিজেকে যাচাই করে দেখি
ভোঁ ভোঁ ঘুরছে মাথা, লেগে আছে ঘোর।

Leave a Reply
You must be logged in to post a comment.