বলছি না যে এটুকুই শস্যভূমি,কিষানির আলতা পা
যেখানে অরণ্য নাবিকেরা সব প্রচ্ছন্ন মৌন প্রশ্রয়ে
নোঙর ফেলেছিল বাউল বিবাগে।
বলছি না যে এটুকুই চন্দ্রালোক, এটুকুই তৃষ্ণা ও জলাধার
মুছে যাবে সমস্ত ছায়ানীল কষ্ট তিলক।
যে-কথাটি 888sport live chatস্বর হতে হতেও খাবি খাচ্ছে সারমেয়র
পশমি করতলে –
বলতে কি পারি যে সে কথাটিও 888sport app download apkর কিন্নরি পঙ্ক্তি হবে?
হলে হোক গন্ধম থেকে হৃদ্পদ্ম, গেলে যাক সুশীল শয্যায়
যে কোনো সুগন্ধি 888sport promo code।
তবুও কি বলা যাবে যে এ শহরের বর্জ্য আর বকুলেরে
একই ঠোঁটে তুলে নেবে অভিমানী কাকেরা সব?

Leave a Reply
You must be logged in to post a comment.