হারিসুল হক
আমার চশমাটা নিয়ে আয় হারু, খুব সাবধান
পড়ে না যেন… আববার আয়েশি ফরমান।
ইজি চেয়ারে শোয়া পিতা হাতে ধরা খবরের কাগজ
স্বচ্ছ কাচের ভেতর নেচে ওঠা সংবাদমাছ –
থেকে থেকে গম্ভীর হয়ে ওঠা।
এখন আমার বিকেল
বাইফোকাল লেন্সে সেঁটে থাকা সমুদয় দেখা।
দিগরাল রেখা বেয়ে উঠে আসা দুর্বার লতানো জিভ
কানের পেছন থেকে ক্লান্তিহীন ছিটিয়ে যাচ্ছে কালের থুথু
তবে কী তাবৎ 888sport sign up bonusপুঞ্জ মানেই অক্ষয় তক্ষক
তবে কী আহরিত অভিজ্ঞতার অন্য নাম বেঢপ ঐরাবত
নাকি সৃষ্টিছাড়া মেঘ বুকে কুহক আকাশ
আমাকে ভোগাবে বলে কোমরে গামছা বেঁধেছে!
আমার চশমা আর তার সীমিত ক্ষমতার ফ্রেম
অত ভার বুঝি সইতে পারছে না।
সামনে দুস্তর পথ, পেছনে অনাদি অতীত
উত্তরাধিকারের কোন চশমায় আমি কী যে দেখি
888sport app, ২৬ জুন ২০১৩

Leave a Reply
You must be logged in to post a comment.