ঘুম থেকে
আমার অশান্ত দুই চোখে
রাজ্যের ঘুম নামুক, ঘুম হোক;
ঘুমের মধ্যে স্বপ্নের ভেতর আমি উঠে বসি,
হাঁটতে থাকি তারপর প্রান্তরের ভেতর দৌড়াতে দৌড়াতে
অসীমের কাছাকাছি এসে দেখি :
তুমি আকাশে চাঁদের দেশে
স্বপ্নের সঙ্গে হাত ধরাধরি করে আরো দূরে আরো দূরে
কোথায় যে হারিয়ে যাচ্ছ জানি না –
যেখানেই যাও আমাকেও নিয়ে যাও আমাকে নিয়ে চলো
নেবে তো!
তখনই ঘুম ভেঙে গেল, চাঁদ ভেঙে চুরমার।

Leave a Reply
You must be logged in to post a comment.