ছোট্ট ছোট্ট প্রেম

শ্যামলকান্তি দাশ
অন্ধকারে আগন্তুকের মতো ছোট্ট ছোট্ট প্রেম যাচ্ছে।

পান্থশালায় জ্যোৎস্নারাত্রে ছোট্ট ছোট্ট বিবাহ।

সিংহদরজার ওপাশে খুব সংক্ষিপ্ত আলো জ্বলছে,

বাইরে তার উদ্ভাস নেই,

                        আভা লাগছে না কারো গায়ে।

ছোট্ট ছোট্ট সোনার থালায় কবজি ডুবিয়ে

পরমান্ন খাচ্ছে লোকজন।

এই ছোট্ট ছোট্ট মহৎ আয়োজনগুলো জড়ো করলেই

চলিস্নশ ফর্মার 888sport app download apk সংগ্রহ,

                বাষট্টি ফর্মার দুর্নিবার 888sport alternative link। তুমি পড়বে বলে অনেক কষ্ট করে মানুষ রাত জেগে লিখছে।