তোমার যা আছে তোমারই থাক

আমি তোমার উদ্বৃত্তটুকু চাই

কপালের জোর আছে পেয়েছিও তাই

আর কেউ পাক বা না পাকজরুরি এ কথাটুকু জানাতে চেয়েছি কতোদিন

মনে মনে কতোকথা সাজিয়েছি সুরেলা রঙিন

বলাতো হয়নি দেখি

উত্তমর্ণে অধমর্ণে একি

না পারার এতো উঁচু জঘন্য দেয়াল

তুমিও কী এদিকটা করেছো খেয়াল।