কাইয়ুম চৌধুরী 888sport appsের চিত্রকলা-আন্দোলনের প্রথম প্রজন্মের বিশিষ্ট 888sport live chatী। তাঁর পটে তিনি 888sport appsের নদী, নিসর্গ ও মানুষকে বহু রূপে ও বর্ণে অঙ্কন করেছেন।
তিনি 888sport app আর্ট ইনস্টিটিউট থেকে ১৯৫৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি নিখিল পাকিস্তান জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে প্রথম 888sport app download bd এবং পরে তেহরানে অনুষ্ঠিত আর.সি.ডি প্রদর্শনীতে ‘ইম্পিরিয়াল কোট’ 888sport app download bd অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি আর্ট ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০২ সালে অবসর গ্রহণ করেন।
ষাটের দশকেই তাঁর সৃষ্টি একদিকে শেকড়সন্ধানী ও মৃত্তিকালগ্ন হয়ে ওঠে। বিশেষত বাঙালির জীবনসংগ্রাম ও 888sport appsের নিসর্গের অন্তর্নিহিত সৌন্দর্যের ব্যঞ্জনা নতুন মাত্রা নিয়ে তাঁর পটে উন্মোচিত হয়েছে। প্রবহমান ঐতিহ্যের সারাৎসার ও লৌকিক ছন্দকে গ্রহণ করে তিনি আধুনিক শৈলীর সমন্বয়ে সৃষ্টির উদ্যানকে করেছেন গহনতাসন্ধানী।
বাঙালির প্রবহমান লৌকিক ঐতিহ্যে তাঁর নিমজ্জন হলেও দীর্ঘ সাধনা ও নিরন্তর চিত্রসৃষ্টির মধ্য দিয়ে স্বকীয় এক আধুনিক চিত্রভাষা সৃষ্টি করেছেন। ড্রইংয়ের শক্তিমত্তা, জলরং ও তেলরঙে সাবলীল বিচরণ তাঁকে স্বাতন্ত্র্যে চিহ্নিত করেছে।
এ-দেশের মুদ্রণ888sport live chatে ও বইয়ের প্রচ্ছদে 888sport live chatগুণ সঞ্চার করে তিনি পালন করেছেন পথিকৃতের ভূমিকা।
প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি তাঁর ‘জলমগ্ন গ্রাম’ সিরিজের অন্যতম।


Leave a Reply
You must be logged in to post a comment.