জিজ্ঞাসা

বিকেলের জাফরানি রঙ্টুকু শেষ,

মনের তল্লাটে থেকে যায় হয়তো কথোপকথনের রেশ।

সন্ধ্যার বিষম তাড়া খেয়ে দ্রুত মুছে যেতে যেতে

ভাবনার আঁকা নানা ভঙ্গির সে-সব ছবি যা কিনা দোলায়

আশা আর নিরাশায়।

888sport sign up bonusর বন্যায় কেউ ধ’রে রাখে স্নিগ্ধ সে-অঞ্জলি পেতে।

এজমালী সব ছবি ফোটে চেনা চেনা,

কখনো বা ভাবি, এ আমার মনের ভুল বুঝি।

কে কার শুধবো দেনা

ভাবতে ভাবতে মন করেছে যে জয় – তাকে খুঁজি।

সন্ধ্যার প্রাক্কালে সব পাখি নীড়ে ফিরে আসে।

পুনরায় মনের আকাশে

ছবি ফোটে ঢের।

কার আঁচলের প্রান্তভাগ দেখা যায়

অনতিদূরের জানালায়?

আর বন্ধুদের আড্ডা রাখে না হিসাব সময়ের।

তারপর রাত পুরাতন, ক’ফোঁটা নিবিড় ঘুম;

রাতের আকাশে থাকে তারার কুসুম।

পাতি পাতি খুঁজে চলি চারদিকে নিজের স্বপ্নকে,

কোথাও পাই কি? সব কি নিঃশেষ সন্ত্রাসী-মড়কে?