জীবনানন্দ দাশের অপ্রকাশিত 888sport app download apk

অঘ্রাণ

আমি

এই অঘ্রাণেরে ভালোবাসি

হাতে তার

পাণ্ডুর ধানের ছড়া ছড়াবার শব্দ শুধু

পৃথিবীতে এনেছে সে

বিবর্ণ নীড়ের খড় খসাবার ধ্বনি

পাখিদের পালকের বিবর্ণতা

পুরোনো আশার শেষ

পুরোনো প্রেমের

ওইসব নীরবতা।

অঘ্রাণের মাঠে মাঠে গভীর স্তব্ধতা এই

তারই সুরে

পাখিরা-নদীর—মুখ—কীট-ঘাস- বিকাল -কুয়াশা

শব্দ ক’রে চলে যেন

পৃথিবীতে আর কোনও ধ্বনি যেন কোনওদিন ছিল নাক’

কোনওদিন থাকিবে না

কোনওদিন ছিল নাক’ আর কোনও বিস্ময় কোথাও

আর কোনও ঘ্রাণ-রূপ-

অঘ্রাণের সুন্দরী মুখের

হিম স্থির এ গভীর ছবি ছাড়া।…..

আমারও জীবনে আজ এসেছে অঘ্রাণ

অপরাহ – শীত—শান্তি-বিবর্ণতা।

বুকে কোনও নীড় নাই

কোনও প্রেম নাই

কোনও আশা নাই।

এই নিস্তব্ধতা

ভালোবাসি।

শামুক গুগলি

শামুক গুগলি নদী শীত হাত নরম রোমের মত

আঁচলের সুতো, ওগো, পালকের মত

ঘাস ধুলো মাটি ঘাস ঘ্রাণ রোদ ইচ্ছা মাছরাঙা সূর্যমুখী বেয়ে

সবচেয়ে শেষ এক নক্ষত্রেও এর চেয়ে বেশি কেউ পাবে কেন?

এই কি সকল নয় : এইটুকু ?

অনেক নক্ষত্র খুঁজে মানুষ এ-সব পাবে

আজ নয়।

সারা রাত

সারা রাত শীত

এক ঠোঙা চানাচুর পেয়ে যদি সমস্ত অতীত

ভোলা যেত

এ-জীবন ইঁদুরের-চড়ুইয়ের খেলার বলের মত প্রাণ যদি পেত

এই ভাবি আমি

জেগে থাকি

পায়রার সারি

জানালার পাশে

জ্যোৎস্নায় চুপ

তাই ঘুম আসে

শান্তি অপরূপ।

পুরোনো কুঠি

মাঠ বিল জল আর জঙ্গলের মাঝে

এ এক পুরোনো কুঠি বিরতির

এ এক পুরোনো কুঠি, ভাই

এইখানে একা আমি— দিনরাত কাটিতেছে জীবনের ছুটি

এইখানে; এই আমি চাই

চামচিকা—অন্ধকার—বেনোজল-ভূত ছাড়া আর কিছু নাই

এখানে হাওয়ার রাত ভালোবাসি- বাতাসের ঠক-ঠক-ঠক

জানালায় দরজায়, ভাই

কেউ যেন আসে—আসে- জানালায় ঠুক ঠুক ঠক-ঠক তাই

এখানে চাঁদের রাত ভালোবাসি-পুরোনো কুঠির ছায়া মাঠে

মাঠে মাঠে খড়ে ঘাসে, ভাই

কেউ যেন আসে-আসে–জানালায় ঠুক-ঠুক ঠক-ঠক তাই

এখানে চাঁদের রাত ভালোবাসি-পুরোনো কুঠির ছায়া মাঠে

মাঠে মাঠে খড়ে ঘাসে, ভাই

আরও কার ছায়া যেন গাছের শাখার মত নড়ে উঠে হাঁটে

মুরগিরা ভয় পায় তাই

বনের মোরগ ঘুঘু লালশিরা ভয় পায় তারা বোঝে নাই।

জীবনানন্দ দাশ

(888sport app download apkগুলো ১৯৩১ সালে রচিত। সবই পাওয়া গেছে অমিতানন্দ দাশ ও প্রিয়ব্রত দেবের সৌজন্যে। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞ ভূমেন্দ্র গুহ ও গৌতম মিত্রের কাছে। তাঁদের সাহায্য ছাড়া 888sport app download apkগুলো আমরা সংগ্রহ করতে পারতাম না। আমরা প্রাপ্ত পাঠ ও বানান অনুসরণ করেছি। সম্পাদক)