শরতের রৌদ্র মেঘ; এতকাল পর আহা, এরকম ছবি
বৃষ্টি আজ কি কি চায় – খ্যাকশিয়ালের বিয়ে?
মামাবাড়ি পার হয়ে তোমাদের বাড়িতে পুকুর
শাপলা তুলতে গিয়ে এক ডুবে বৃষ্টি মাথায়
ভেসে উঠতেই রোদ Ñ তখন কি শরৎ বুঝি Ñ
দেবদাস কে লিখেছে জানি?
জানাজানি পরে হবে Ñ ফিরে যাচ্ছি Ñ পেছনে পুকুর
বাক্সপেটরা, ফেরিঅলা, লোকালের ভিড়ে
বাবার পাশেই বসে
ট্রেনের ঝাঁকুনি খেয়ে বৃষ্টি পড়ছে, সেরকমই রোদ
বাবা দেখি কিনছেন Ñ শরৎ সমগ্র;
নিউজপ্রিন্টে ছাপা। এখনো শেলফে আছে। পোকায় কাটেনি।
এখন নাচের দৃশ্যে ঝলমলে শাড়িপরা চন্দ্রমুখী ছবিতে রঙিন
পার্বতীর কথা ছাড়ো – আমাদের নায়িকা মাধুরী
মধ্যবয়সের দোষ পিছে ফেরা Ñ ফিরতে তো চাই;
পলাতক আকাশের ঠোঁটে ঝাঁপানো পুকুর
ফেরাতে ফেরাতে
ঋতুচক্রে ঝাঁপ দিলে হে বালক আজ তুই কার?
জীবনী অংশত বৃষ্টি, রোদ আর হারানো পয়ার।
৩০/৯/২০০৩

Leave a Reply
You must be logged in to post a comment.