বাতাসের আগে পৌঁছে যায় দুঃসংবাদ।
ভুলে যেতে সময় লাগে না মানুষের
পাতা-ঝরা শীতের প্রহর
আঙিনায় মৃত্যু খেলা করে
হেসে ওঠে শিশুর মতন
জীবনের দামে কিনে আনা মৃত্যু
জীবন বোঝে না
খারাপ খবর ফেরি করে ফেরে
চা দোকান থেকে
টিভি টকশোতে
মুরুব্বি বলদ
বিজ্ঞাপন দেখে দেখে
আমরাও পণ্য হয়ে উঠি

Leave a Reply
You must be logged in to post a comment.