জুলাই ’২৪

বৃত্ত পেরিয়ে গেলে রাজপথ থাকে, রণভূমি থাকে …

আঁচলবন্ধ ছিঁড়ে প্রতিবাদী

মিছিলে মিছিলে যারা করেছিল ভিড় …

শ্রাবণের শেষতম দিনে

ওদের রক্ত ধুয়ে নেমে গেছে জল।

এ শ্রাবণে আমি দেখেছি বোশেখ মাস

              তীব্র রৌদ্রতাপ

এ শ্রাবণ হলো রোহিত লিপির কাল

খল বুলেটের প্রামাণ্য ইতিহাস।

জল নেমে যায় রক্ত ধুয়ে ধুয়ে

তবু 888sport sign up bonusঘরভরা কত অশ্রুবাষ্পজল!

অগণন পঙ্গুর ভিড়ে এক নহলী কিশোরীর

চোখ নির্বাক ফ্যালফ্যাল

রুদ্ধদুয়ার ঘরে জননীরা সরোদনা …

কেউ ওরা দেখে না আজ ক্ষান্তবর্ষণ দিনে গাছেদের মুখ

রতিতৃপ্ত তরুণীর মতো ওদের পাতারা কী গাঢ়

উজ্জ্বল আহা কী সবুজ! কী সবুজ!