জুলেখার প্রলাপ

অন্ধকার, চারিদিকে এত অন্ধকার

আমি খুব ভয় পাচ্ছি, ইউসুফ; শুনছো

একে একে সব আলো নিভে গেল, আর

তুমি পাষণ্ড কোথায় একা সুখ গুনছো?

শুনতে পাচ্ছো, হে পাষণ্ড ইউসুফ, জানি

সবাই তোর কাছের, বড্ড আদরের;

আমিই কেন ঝরাবো দু-চোখের পানি

তোর মন, হৃদয় কি শিলা পাথরের?

ইউসুফ, ইউসুফ প্রাণাধিক প্রিয়

অভাগীর কথা ভুলে থাকো ক্ষতি নেই

আমার সকল স্বপ্ন দিও ভেঙে দিও

তবু প্রজাপতি হয়ে ছোঁব তোমাকেই

নীলনদ শুকালেও শুকাবে না কান্না;

কতটা কাছের তুমি, গোপনই থাক না!