জেগে উঠি পূর্ণপ্রাণে

তোমার 888sport sign up bonusর ঘাটে বসে আছে আজ কোন মাঝি?

তাকে চেনো? পালতোলা নৌকোর গলুই যদি খুঁজে

পায় মায়াবী সবুজ গ্রাম, তবে মুহূর্তেই উবে যায়

ভুলবার্তা, ছলছুতো! ঘন অন্ধকারে রুপালি নদীর

ঢেউ কারা খোঁজে? জ্যোৎস্নার রোদ্দুরে ভেসে যাক

ধোঁয়াওঠা প্রত্নগ্রাম, পাহাড়-প্রকৃতি আর আঁকাবাঁকা

উঁচুনিচু পথ! আমি তো পেয়েছি খুঁজে সুন্দরের গ্রীবা

আর প্রীতিগন্ধা কূটজ কুহক! এসেছে হেমন্তকাল,

উত্তুরে শীতের বার্তা; পায়ে পায়ে হাসে শিশিরের জল;

রোদের ছোঁয়ায় নাচে দূরবর্তী ছায়া-জনপদ; প্রণয়ের

কলধ্বনি নিয়ে আসে উজানের সুর! হয়তো এখন

ঠিক মিশে যাবো ডানামেলা সবুজ নিসর্গে! ছাই-ওড়া

জুমচাষে কে ফলায় অর্গানিক ফল? কোথায় ঝরনার

দেশ? ধরেছে জলের তৃষ্ণা, ঠোঁট যদি ভিজে তবে

জেগে উঠি পূর্ণপ্রাণে; এসো, সাজাও ফুলের সাজি!

তোমার 888sport sign up bonusর ঘাটে বসে আছে আজ কোন মাঝি?