জেনে যেতে পারো

জেনে যেতে পারো একদিন নিসর্গের সৌন্দর্যে

আমিও অভিভূত হয়েছিলাম কত

আকাশ ও নক্ষত্র দেখে, জেনেছিলাম মানুষ

আঙুলের সদ্ব্যবহারে জল, মাটি ও

আলোর স্পর্শে তারাফুল ফুটিয়েছিল;

জল দিয়েছিল গাছে – মাটিতে উৎপাদিত

শস্যের দৃশ্য মানুষের মনোজগতে ইতিবাচক

প্রভাব ফেলে সে-নিসর্গের যোগ্য হয়ে ওঠে;

জেনে যেতে পারো, বৃক্ষের সান্নিধ্যে মানুষ

সৃজনশীল হয়েছিল – দেখে যেতে পারো

এই মানুষ ভোরের সৌন্দর্যে অবগাহন করে

গান গেয়েছিল, উজ্জ্বল হয়েছিল মুখ;

অজানা, অচেনা পাখিরা পরম বিশ্বাসে

ঘর তুলেছিল, মুগ্ধ মানুষ

পদ্মবিলে ঘুরে-ঘুরে, কেউ-কেউ অসীমে

সমর্পিত হয়েছিল – এ-গ্রহের শ্রেষ্ঠ সন্তান।