শিহাব সরকার
সকলেই নিশুতি রাত্রির কথা বলে
নিঃশব্দে হতে থাকে অর্চনা রাত্রির।
অন্ধকার তার দরজা খুলে রাখে,
তারপর কুহেলির কাছে নেমে যাওয়া
ধ্রুবকথা এই যে, তুমি রাত্রির মুখোশে
তবু দ্যাখোনি অন্ধকারের পিত্ত,
আমার সব গদ্যকথা, বলি যা ধূলিবালি
অনেক জানালার কিছু কিছু খোলা থাকে
তখন ছদ্মবেশ পরতে হয়, 888sport promo codeরা
সব 888sport app download apk রেশমি পর্দার আড়ালে।
কালো রুমালে মুখ ঢেকে যাবো নিশ্চয়
লুটে আনতে 888sport promo codeকে, 888sport app download apkকে
কালবোশেখির অশ্বখুরের ছন্দতালে।

Leave a Reply
You must be logged in to post a comment.