তাই তো চলে চলছে বেশ

একটি দাগ একটি ফোঁটা

একটি লাঠি একটি লোটা

ব্যস্ আর কি! বলার কথা

হয়েছে শেষ দুঃখ অযথা

তুচ্ছতা বটে, কাহিনী বড়ো

সন্ন্যাসী সেজে করেছে জড়ো

কেউ না কেউ কথাটা জানা

কাহিনী শোনা কাহিনী মানা

তাই তো চলে চলছে বেশ

লোটা লাঠিতে দেশটা শেষ

ঈশ্বর ধরে মানুষ খায়

সাধু সন্ন্যাসী থাকে গুহায়-