আলোময় বিশ্বাস
যে রাতে হাঁসগুলি গ্রাম ছেড়ে চলে গেছে
সেই আঁধারেই পাখা মেলেছে আলোকসুন্দর পাখিরা।
শোনা কথায় ঢুকে পড়েছে সৌভাগ্যের কপাল
আর ঝাঁপি খুলে ধরেছে পঞ্চতন্ত্র
হ্যাঁ একেই বলে ত্রাসের যজ্ঞ।
সে-রাতে সব কাক একসাথে ডেকে উঠেছিল
সে-আঁধারে নক্ষত্র জ্বলে উঠেছিল বনবাদাড়ে
কালো ছায়ায় বট শেওড়ার আড়ালে লুকিয়ে
কাঁপছিল বাড়ির বেড়াল-কুকুর
ঘটিবাটি গলে যখন আবার পিতল, শঙ্খ ভেঙে ভেঙে
সমুদ্র
বিশ্বাস হারিয়ে কুয়াশা… তখন
তুমি আমাকে জড়িয়ে ধরেছ অঙ্গার বাহুতে
এভাবে সৃষ্টিকর্তার নামে জিকির তুলে
ধর্মকে যদি পুড়িয়ে দেয় 888sport free betগরিষ্ঠ মানুষ
তাহলে আয়েশা, তোমাকে একা ফেলে কোথায় পালাব!

Leave a Reply
You must be logged in to post a comment.