আমি নদীর কাছে রেখে এসেছি প্রেমময় অশ্রুজল,
পাহাড়ের ওই ঝর্ণার কাছে ফেলে এসেছি বেদনার ক্রন্দন!
বৃষ্টির জলে ধুয়ে নিয়েছি অব্যক্ত যন্ত্রণা,
আমি যামিনীর কাছে দিয়ে এসেছি সমস্ত অঙ্গীকার।
অনলের কাছে বিসর্জন দিয়েছি অভিশপ্ত অহংকার,
আমার কোনো প্রেম নেই, কষ্ট নেই, হিংসা নেই!
তোমরা আমায় কাঁদতে বোলো না।
আমি দিশাহীন এক অনন্ত পথের যাত্রী,
শিখা অনির্বাণের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ড।
নিঃসঙ্গ নভোচারী, চিরউন্মত্ত পাষাণ!
উত্তাল সমুদ্রের মতো বিশাল অভিমান বুকে নিয়ে,
আমি নিয়তির কাছে নিজেকে সমর্পণ করেছি।
আমার গন্তব্যপথ আমি জানি না!
আমি শুধু সময়ের স্রোতে ভেসে চলা দুর্গম পথের যাত্রী,
অনন্ত, অসীম মহাকালের কাছে, শূন্যতার মতোই,
আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর!
আমি দুর্বিষহ অমনিশা, সুদূর নীহারিকার মতোই স্থির অচল,
আমার কোনো ব্যাকুলতা নেই, নেই কোনো চিত্তচাঞ্চল্য!
তোমরা আমায় কাঁদতে বোলো না

Leave a Reply
You must be logged in to post a comment.