তোমার জন্যে একটি 888sport app download apk 

একদিন না-দেখার মর্মার্থ বুঝেছি 

তুমি কতো প্রিয় হয়ে ওঠো! 

একদিন অভ্যাসের কাঠগড়া থেকে 

বেরিয়ে এসে দেখেছি

তুমি কতো সুন্দর 

অনন্য তোমার রূপ। 

আমারই জল যখন মেঘ হয়ে

ঘরে ফিরে আসে 

বৃষ্টির জল হয়ে 

তার বহুগুণ শক্তি। 

ওই যে আকাশের দূর

ওই যে বহুদূর

তার মধ্যে নতুন লুকানো   

তার মধ্যে অনেক অমিয়। 

তুমি দূরে গেলে

সম্পর্কের খাদ্যপ্রাণ তুলি। 

তোমার কাছে থাকার অনিবার্যতা

বারবার ফুল হয়ে ফোটে। 

ফিরে এলে যেন

আর এক সম্পূর্ণতা

আর এক গহন

আর এক গভীর।