একদিন দূরের সমুদ্র ধরে ডুবতে ডুবতে
তোমার অন্যায্য নিকটে এসে
সারাদেহে পাখির পালক মুড়িয়ে বলব যে
তোমার সম্রাজ্ঞীর জীবন কেন বিষাদে ভরপুর ছিল
আর তুমি বিন্যস্ত নকল পালক ধরে
উড়ে যাবার বাসনা করতেই আমি
মাছ হয়ে সমুদ্রে মিলিয়ে যেতে পারি
তখন যতই বাসনা হোক – লালনীল
মাছেদের ডানায় তোমার ভবিষ্যৎ সন্তরণরীতি
কিছুতে ভাবতে পারি না আজকাল
এবং তোমার জন্য উদ্যত এই সমুদ্রশূন্যতা
আমাকে বারবার প্রাচীন লোকালয় ঘিরে
হেঁটে যেতে উদ্বুদ্ধ করে –
আমি মনুষ্য অবয়বহীন সিন্ধু বা পবনপ্রেমিক
তোমার সম্রাজ্ঞী-জীবনের অভিশাপের ক্ষুধায়
না মানুষ না জলজ জীবনে স্থিত হতে পেরেছি।

Leave a Reply
You must be logged in to post a comment.