থাকা না থাকা

আশরাফ আহমদ

 

অর্ধসত্যে যদি

অথবা না ভেবে ভ্রমে,

তবে তার মীমাংসা জরুরি।

দীর্ঘ888sport slot game শেষে

শূন্যহাত এইবার

পকেটে রাখার মহাক্ষণ।

 

নির্বোধ, কাকে কার কথায় জড়াই,

কাকে ফেলে কাকে টানি কাছে,

না জেনে সংযোগসূত্র,

সম্পর্কের গূঢ়মন্ত্র অপঠিত রেখে,

কী গড়ার নেশায় যে দিনরাত!

অবোধের এইবার থামার সময়।

 

নিজের নিখোঁজবার্তা

প্রচারের আগে, জানা চাই –

অস্তিত্বহীনতার কাছে

সম্পূর্ণ সমর্পণ করে আজ চাষাপুত্র

কী চাষে নিমগ্ন এই আদাবরে?

 

হারানো কবচ খুঁজে আর কতো মরা!

আত্মমীমাংসা হোক এইবার

থাকা না থাকার এই সত্যমিথ্যা,

প্রকাশিত হোক।