থাকা না-থাকার শূন্যতা পার হয়ে

নদী মরে গেলে থেকে যায় তার সামান্য কিছু রেখা

সেখানেই নদী, 888sport sign up bonus খুঁজে পাই। শুধু

মানুষ রাখে না, বি888sport app download for androidেই মুছে যায় একা একা

যেন বালিয়াড়ি খাঁ-খাঁ শূন্যতা, জোছনায় জ্বলে ধু-ধু!

এই ধারণার বিপরীতে এই পৃথিবীতে কেউ কেউ

রেখে যায় 888sport sign up bonus-বি888sport sign up bonusময় 888sport app download for androidের কত কিছু

নদী মরে গেলে মুছে যায় জানি ছোট বড় সব ঢেউ

কিছু মানুষের থেকে যায় তবু 888sport sign up bonus ছায়া পিছু পিছু।

তাঁরা মৃত্যুকে অতিক্রম করে বারবার ফিরে আসে

মানবিকতায় উজ্জ্বল যেন কুয়াশায় বাতিঘর

মানুষকে ভালোবেসে আজীবন হৃদয়ের খুব কাছে,

তাঁরা যে সবার – নেই ভেদাভেদ আপন অথবা পর।

তেমনি তুমি তো দেখা-অদেখার 888sport app download for androidের 888sport sign up bonusগাথা

অলস দিনের হাওয়ায় ভাসবে বহুদিন প্রাণে প্রাণে,

হৃদয়ে হৃদয়ে তোমার জন্য মমতা-আসন পাতা

তোমার থাকা না-থাকার কষ্ট শূন্যতা বুকে হানে।

নন্দীছড়ার যোদ্ধা তোমাকে চিনতো, এখনো চেনে

মুক্তিযুদ্ধ, বাঙালি সত্তা ছিল যে হৃদয় জুড়ে

গৌরব তার নিশ্বাস-বায়ু বারবার নেব টেনে

রবিঠাকুরের প্রাণের আগুনে পরশমণিতে পুড়ে।

মনে ছিল মহাজীবনের সাধ এঁকেছিলে কত ছবি!

কয়লাতলার আজগুবি রাত মানবিক মমতায়

প্রাণের পরশে জেগেছিল প্রাণে স্বাপ্নিক এক কবি

মৃত্যুকে মেরে বেঁচে থেকো তুমি সৃষ্টির মহিমায়।

জীবন্ত 888sport sign up bonus সেই কবি আর কথকের কাছে আমি

888sport apk download apk latest version জানাতে সমাধির পাশে যেন বারবার থামি।