দরখাস্তের কী হবে বয়ান

লেখো, কবে জন্ম হয়েছিলো,

লেখো তুমি কোন্খানে জন্ম নিয়েছিলে;

লিঙ্গের উল্লেখ করো, বলো তুমি জন্মসূত্রে সে-কোন্ দেশের;

মুক্তির দশকে তুমি কোন্খানে ছিলে –

রাস্তায়, জঙ্গলে, নাকি গূঢ় ভূমিতলে,

নাকি মুচলেকা দিয়ে ফুর্তি ক’রে বাইরেই ছিলে;

সম্ভাব্য মৃত্যুর দিন লেখার অবশ্য কোনো প্রয়োজন নেই আপাতত

            যদি-বা আদপে তুমি না-ই জানো সত্যি জন্ম নিয়েছিলে কি না –

এবং তাহ’লে আর মৃত্যু নিয়ে ভেবে-ভেবে মাথার ও-কটা চুল ছিঁড়তে হবে না!

পড়াশুনো যদি ক’রে থাকো, তবে কোথায় পড়েছো

            নামজাদা কোন্ সেই ইংরেজিমাধ্যম বিদ্যালয়ে,

কবে শেষ হ’লো বলো দিল্লি বোর্ড অথবা এখানকার

                         ভেতো ভোঁদা উচ্চ মাধ্যমিক

(ক-জন শিক্ষক পুষে উৎরে গেছো পরীক্ষায়, সে-কথা লেখার কোনো দরকার নেই);

এর পরে আরো যদি পড়াশুনো ক’রে থাকো তুমি

তবে লেখো কোন্ সালে স্নাতক হয়েছো

ফল বেরিয়েছে কবে, সে কি কোনো ছয়ই ডিসেম্বরে?

সাম্মানিক বিষয় হিসেবে কিছু পড়েছিলে তুমি

(888sport live football যদি-বা প’ড়ে থাকো, এই আবেদনে কিন্তু তা কোনোই কাজে আসবে না)

কারিগরি বিদ্যা যদি প’ড়ে থাকো, লেখো তবে কোন্ কাজে হাত পাকিয়েছো –

বুলডোজার লেলিয়ে যেই বাড়িগুলো পুকুরে ফেলেছে

তখন কি রাতারাতি পাকা রাস্তা বানাতে পেরেছো?

888sport apk হ’লেও হবে, এমনকী কাজে লাগে সমাজ888sport apkও –

বিশ্বায়নের জন্যে তাত্ত্বিক বাহবা বলো কে তবে জোগাবে

                    অর্থনীতির ঝানু বিশেষজ্ঞ ছাড়া?

এ-সবকিছুই যদি আয়ত্তে না-থাকে

তবে লেখো তথ্যপ্রযুক্তির লীলা ডট কম কিছু জানো কি না

আন্তর্জাতিক জালে এন.আর.আই. কিংবা সব আমোদিত লোকদের সাথে

                 যোগাযোগ রাখতে পারো কি?

বৈদিক জ্যোতিষশাস্ত্রে কবে তুমি দিগ্গজ হয়েছো?

সুইস চকোলেটে যদি দাঁত জিভ মধুর মধুরতর হয়

তবে লেখো কোত্থেকে পাও তুমি এত-সব সুইস ক্যান্ডিকে

            কে জোগায় সেইসব –

            যাদের হিসেবপত্র ঠিক রাখে সুইসের ব্যাঙ্কগুলি বুঝি?

বিয়ে যদি ক’রে থাকো, তবে লেখো সে কি ছিলো অসবর্ণ কিছু

না কি কুল গোত্র-টোত্র ঠিকুজি বিচার ক’রে চুলচেরা বিশ্লেষণ ক’রে

            বৈদিক জ্যোতিষ মতে মিলিয়ে নিয়েছো?

যৌতুক যদি-বা নিয়ে থাকো, কোনো কৌতুকের ছলে কিন্তু সে-কথা বোলো না।

এবারে এখানে কিন্তু দু-দুজন মুরুব্বির নামধাম লিখে দিতে হবে

            ওই যারা এম.পি. বা এম.এল.এ

চরিত্র বিষয়ে যারা             তারিফ-টারিফ ক’রে লিখে দেবে গোটা দুই কথা।